Netflix Video সম্পূর্ণ ডাউনলোড হয়নি? চিন্তা নেই, এসে গেছে এই গুরুত্বপূর্ণ ফিচার

Netflix ShresthoTech

এতদিন পর্যন্ত নেটফ্লিক্স (Netflix) অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা মুভি ডাউনলোড করে নিয়ে দেখতে পারতাম। কিন্তু সেই ডাউনলোডের ক্ষেত্রে মুভি ডাউনলোড কমপ্লিট হলেই তবে ইন্টারনেট ছাড়া সেই ডাউনলোড করা ভিডিওটিকে আমরা দেখতে পারতাম। অর্থাৎ যদি কোন মুভি 40% পর্যন্ত ডাউনলোড হয়ে থাকত এবং তারপর ইন্টারনেট কানেকশন না থাকার জন্য ডাউনলোড করা সম্ভব হতো না। তাহলে সেই মুভিটাকে দেখা যেত না।

পরবর্তীকালে যখন মুভি ডাউনলোড কমপ্লিট হতো তখনই আমরা মুভি টিকে অফলাইনে দেখতে পেতাম। এবার সেই পরিস্থিতির পরিবর্তন নিয়ে আসছে নেটফ্লিক্স। তারা এক ব্লগ পোস্টে ঘোষণা করেছে এই নতুন ফিচারটির ব্যাপারে।

এর ফলে যতটা ভিডিও অথবা মুভি আপনি ডাউনলোড করেন না কেন, ঠিক ততটাই আপনি দেখতে পারবেন। অর্থাৎ যদি 10% ডাউনলোড হয়ে থাকে এবং পরবর্তীকালে আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন না থাকে। তাহলে সেই 10% আপনি অফলাইনে দেখতে পারবেন। এর ফলে কোন কোন সময় ইন্টারনেট কানেকশনে বিঘ্ন ঘটার জন্য আমাদের মুভি ডাউনলোড যদি ব্যাঘাত ঘটে। তা হলেও চিন্তা থাকবে না। যেটুকু মুভি ডাউনলোড হয়েছে সেই টুকুও তখনই আপনি দেখতে পারবেন। 

জানেন কি : অডিও ব্র্যান্ড থেকে এবার পার্সোনাল গ্রুমিং-এর দলে নাম লেখালো boAt, লঞ্চ করে দিল তাদের প্রথম ট্রিমার, দেখেনিন boAt MISFIT T50-এর স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু এখানে

নিঃসন্দেহে এই সুবিধা কাজে লাগবে সকল ইউজারদেরই। বিশেষ করে তাদের যাদের কাছে ফাস্ট ইন্টার্নেট কানেকশন সব সময় থাকে না। এই পরিস্থিতিতে তিনি মুভি যতটা ডাউনলোড করেছেন সেটাই উপভোগ করতে পারবেন। এবং পরবর্তীকালে ইন্টারনেট কানেকশন পেলে পুনরায় তিনি সেই মুভিটিকে সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট করে নিয়ে আবার অফ লাইনে দেখতে পারবেন সম্পূর্ণটা।

 এই ফিচারটি কে প্রথমে এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এর জন্য রোল আউট করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে iOS এর জন্য এই ফিচারটিকে টেস্টিং শুরু করে দেবে নেটফ্লিক্স। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এই ফিচারটি। আপনি কি নেটফ্লিক্স ব্যবহার করেন? তাহলে অবশ্যই এই ফিচারটি কথা মনে রাখবেন।