কেমন হতে চলেছে বাজেট রেঞ্জের Infinix Smart 5A এর স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম? এখুনি জেনেনিন এখানে

Infinix Smart 5A ShresthoTech

আগস্টের 5 তারিখে লঞ্চ করা হবে ইনফিনিক্স এর পক্ষ থেকে বাজেট রেঞ্জের একটি স্মার্টফোন। যার নাম Infinix Smart 5A। ইতিমধ্যে এই স্মার্টফোন সম্পর্কে বেশকিছু স্পেসিফিকেশনস জানিয়ে ফ্লিপকার্টে এর মাইক্রো সাইট লঞ্চ করে দেওয়া হয়েছে। স্মার্টফোনটি এক্সক্লুসিভলি সেল করা হবে ফ্লিপকার্ট এর মাধ্যমেই।  দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশনস নিশ্চিতভাবেই থাকবে। এবং এর সম্ভাব্য দাম কত হতে চলেছে সেটাও। 

Infinix Smart 5A-র স্পেসিফিকেশনস ও সম্ভাব্য দাম

Infinix Smart 5A-এর মধ্যে থাকবে 6.52 ইঞ্চ HD PLUS ডিসপ্লে। এর ব্রাইটনেস হবে 500nits এর। খুব ন্যারো বেজেলস থাকবে এই স্মার্টফোনে সেটা ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তার সাথে ডিসপ্লের উপর থাকবে ওয়াটার ড্রপ নচ। ব্যাটারির কথা বলতে গেলে এই স্মার্টফোনে থাকবে 5000mAh-এর ব্যাটারি। ইনফিনিক্স ক্লেইম করছে এই ব্যাটারি একবার ফুল চার্জ দিয়ে 19 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে। তার সাথে ওয়েব ব্রাউজিং করতে পারবেন আপনি 16 ঘণ্টা। 13 ঘণ্টা গেমিং এর সুবিধা পাওয়া যাবে। 

স্মার্টফোনে থাকছে নতুন ধরনের Prism Flow ডিজাইন। এর থিকনেস 8.7mm এর। ওজন মাত্র 183 গ্রাম। ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেলের এবং তার সাথে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। এলইডি ফ্ল্যাশ এর সুবিধা ও স্মার্টফোনের মধ্যে মাইক্রো ইউএসবি পোর্টের সুবিধা থাকছে। 

জেনেনিন : 10000 টাকার নীচেই 5000mAh ব্যাটারি, 6GB RAM সহ লঞ্চ হয়ে গেল Micromax In 2B, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন্স

থাকছে 3.5mm অডিও জ্যাক আর তার সাথে সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আনলক এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটি ব্ল্যাক Black, Ocean Wave ও Quetzal Cyan এই তিনটি কালার অপশনে অ্যাভেলেবল থাকবে। 

স্মার্টফোনটির মধ্যে কি প্রসেসর থাকবে তা এখনও নিশ্চিত ভাবে বলা না হলেও মনে করা হচ্ছে এর মধ্যে থাকতে পারে MediaTek-এর Helio G25 চিপসেট। 2 GB RAM এবং 32 GB স্টোরেজ থাকতে পারে এই স্মার্টফোনে। স্মার্টফোনের সম্ভাব্য দাম হতে পারে 6,999 টাকা মতো। স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন্স, সঠিক দাম সমস্ত কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।