হ্যাকিং থেকে বাঁচাতে চান? Airtel গ্রাহকদের জন্য সুখবর নিয়ে চলে এসেছে Kaspersky

Airtel Kaspersky ShresthoTech

দিনের পর দিন ইন্টারনেটের ব্যবহার যতই বেড়ে চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার অ্যাটাকের পরিমাণও। আর এই অ্যাটাক থেকে বাঁচতে আমাদের ডিভাইসে প্রয়োজন হয় অ্যান্টিভাইরাস। এই পরিস্থিতিতে এয়ারটেল কাস্টমার দের জন্য এসে গেল সুখবর। আপনি যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে দারুন সুখবর নিয়ে চলেছে Airtel এবং Kaspersky আপনারই জন্য।

এবার খুব সহজেই আপনি Kaspersky এন্টিভাইরাস দিয়ে আপনার পিসি এবং স্মার্টফোনকে সিকিউর রাখতে পারবেন। এই বিষয়ে এয়ারটেল পার্টনারশিপ করেছে Kaspersky-র সাথে। এই পার্টনারশিপের ফলে এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি খুব সহজেই Kaspersky এন্টিভাইরাস পারচেজ করতে পারবেন।

আর আপনি এয়ারটেলের কাস্টমার হওয়ার জন্য সেখানে পেয়ে যাবেন স্পেশাল ডিস্কাউন্টও। ফলে আপনার ডিভাইসের পাশাপাশি এই অ্যান্টিভাইরাস ব্যবহার করে আপনি খুবই সুরক্ষিত রাখতে পারবেন আপনার অনলাইন লাইফ কেও।

এই সুবিধাটা গ্রহণ করার জন্য প্রথমেই এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন এবং সাইন ইন করুন। এরপর Shop সেকশনে চলে যান। তার মধ্যেই পেয়ে যাবেন Lifestyle Offers। আর সেই Lifestyle Offers-এর মধ্যে Kaspersky-র ব্যানার দেখতে পাবেন। তার উপর ক্লিক করলে যাবতীয় তথ্য এবং ডিলস সমস্ত কিছু পেয়ে যাবেন সেখানেই। 

জেনেনিন : ইন্টারনেটে ঘুরছে Battlegrounds Mobile India থেকে এই বিপদ, সাবধান থাকুন

নিঃসন্দেহে এটা একটা দারুন পদক্ষেপ এয়ারটেল এর পক্ষ থেকে। এর আগেও আমরা বিভিন্ন টেলিকম অপারেটরদের দারুন সমস্ত অফার নিয়ে আসতে দেখেছি কাস্টমার আকর্ষণ করার জন্য। দেখা গেছে টেলিকম প্ল্যানের সাথে হেলথ ইন্সুরেন্স দিতেও। এছাড়াও অ্যামাজন, নেটফ্লিক্সের মত অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস তো দেওয়া হয়ই টেলিকম অপারেটরদের পক্ষ থেকে।

তারই মাঝে এই এক ইউনিক অফার নিয়ে চলে এলো এয়ারটেল। আপনি যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সুবিধাটা উপলব্ধ করতে ভুলবেন না।