ওয়াচমেকার সংস্থা Timex প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মার্টওয়াচ লঞ্চ করেছে। Helix 2.0 নামে এই স্মার্টওয়াচটি হিমাচল প্রদেশের বাড্ডিতে তৈরি হয়েছে। দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Timex’s Helix 2.0 স্মার্টওয়াচ স্পেসিফিকেশনস
এই স্মার্টওয়াচটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1.55-Inch Touchscreen Display। একই সাথে এর ডান সাইডে রয়েছে একটি বাটন। এটি শরীরের তাপমাত্রা এবং হার্ট-রেট পর্যবেক্ষণ সুন্দর ভাবে সম্পন্ন করবে। সংস্থা দাবি করেছে স্মার্টওয়াচটি 15 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি এবং 9 দিনের Active ব্যাটারি পারফরম্যান্স প্রদান করবে।
জেনেনিন : লঞ্চের আগেই জানা গেল Xiaomi Mi Pad 5 Series এর স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম, থাকছে দারুন চমক
এছাড়াও এটির মধ্যে 10 টি Sports Modes রয়েছে যার মধ্যে আপনি Basketballs, Football, Yoga, Treadmill, Badminton এবং Skipping প্রভৃতি ফিচারস পেয়ে যাবেন। একই সাথে এটিতে IP68 Water এবং Dust Resistant সুবিধা উপস্থিত রয়েছে। আরও পাবেন Google Fit এবং Apple Health Apps।
দাম কত রাখা হয়েছে?
সদ্য Amazon Prime Day Sale এই অসাধারন প্রোডাক্ট এর কথা জানা গিয়েছিল। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে 3,999 টাকা। আমাদের দেশে এটি Black, Black Mesh, Green, Rose Gold Mesh এবং White এই কালার ভেরিয়েন্ট এর সাথে মুক্তি পেয়েছে।
Timex India মুখ্য সচিব জানান, ভারতের বাজারে স্মার্টওয়াচের যে ভাবে চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে তাদের এই নতুন প্রোডাক্ট গ্রাহকদের পরিপূর্ণ করে তুলবে। একই সাথে সংস্থা আরও উচ্চতর মান যুক্ত প্রোডাক্ট ভারতের বাজারে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করে চলেছে।