মাত্র 8999 টাকায় Infinix লঞ্চ করে দিল Infinix Hot 11 স্মার্টফোন, 5200mAh ব্যাটারি, Triple Camera সহ চমকপ্রদ স্পেসিফিকেশন্স রয়েছে, জেনেনিন এখুনি

Infinix Hot 11
Infinix Hot 11 Launched (Image : Infinix)

Infinix Hot 11s-এর সাথেই আজকে লঞ্চ করে দেওয়া হয়েছে Infinix Hot 11 স্মার্টফোনটিও। লোয়ার বাজেট সেগমেন্টে মাত্র 8,999 টাকার এই স্মার্টফোন এর মধ্যে দারুন স্পেসিফিকেশন্স রয়েছে। অবশ্যই মিস করবেন না। 

Infinix Hot 11-এর স্পেসিফিকেশন্স

Infinix Hot 11 এর মধ্যে রয়েছে 6.78 ইঞ্চির FHD+ ড্রপ নচ ডিসপ্লে। এর ব্রাইটনেস 500nits এর। ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনটির মধ্যে পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে Infinix Hot 11s এর মতোই এই স্মার্টফোনটিরও রয়েছে 8 MP-এর সেলফি ক্যামেরা। 

প্রসেসর হিসাবে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G70। সাথে পাওয়া যাবে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনটিতে রয়েছে 5200mAh এর ব্যাটারি। পাওয়া যাবে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার। যার মধ্যে সারাউন্ড সাউন্ডের সুবিধা পাওয়া যাবে। রয়েছে ফেস আনলকের সুবিধা। 

জেনে নিন : আবার চমক নিয়ে আসছে এই নতুন পাবজি, ইতিমধ্যেই 4 কোটি প্রি-রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে PUBG : New State

Infinix Hot 11-এর দাম 

Infinix Hot 11-এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। এই দাম রাখা হয়েছে 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য। Emerald Green, 7 Degree Purple, Polar Black ও Silver Wave এই চারটি কালার ভেরিয়েন্টে এভেলেবেল রয়েছে Infinix Hot 11 স্মার্টফোনটি। খুব শীঘ্রই লঞ্চ সেল শুরু হয়ে যাবে এই স্মার্টফোনটিও। 

কেমন লাগলো এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।