Independence Day 2021 উপলক্ষে Google নিয়ে এসেছে নতুন Doodle, জেনেনিন এর বিশেষত্ব

Independence Day 2021 Special Google Doodle India ShresthoTech
Independence Day 2021 Special Google Doodle (Google)

আজ 15-ই আগস্ট। 1947 সালের আজকের দিনটিতেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তারপর থেকে চলে গেছে অনেক বছর। আজ আমাদের 75 তম স্বাধীনতা দিবস। অন্যান্য বিশেষ দিন গুলোর মতই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গুগল (Google) নিয়ে চলে এসেছে তাদের নতুন ডুডল (Doodle)। যার মধ্যে ভারতের সমৃদ্ধ সংস্কৃতির ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বৈচিত্রের মধ্যে ঐক্য।

Independence Day 2021 উপলক্ষে Google নিয়ে এসেছে নতুন Doodle

ভারতের এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতে গুগল যে ডুডলটা নিয়ে এসেছে সেই ডুডল তৈরি করেছেন সায়ন মুখার্জি। তিনি বিশেষত এই ডুডলের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন ভারতের বৈচিত্র্যময় নৃত্যকলা কে। এই গুগল ডুডল এর মধ্যে যেমন রয়েছে ভারতনাট্যম, তেমনই রয়েছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচও। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্যেরই বিভিন্ন ধরনের বিখ্যাত নৃত্য রয়েছে। যেগুলো অত্যধিক জনপ্রিয় সারা পৃথিবী জুড়েই। আর এই বিভিন্ন নাচের মধ্যেই বৈচিত্রের মধ্যে ঐক্য কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সায়ন মুখার্জি। এই গুগল ডুডলে ঘটেছে তারই প্রতিফলন। 

এই গুগল ডুডলের একদম বাঁদিকে প্রথমেই রয়েছে ভারতনাট্যম। যেটা সবথেকে পুরনো ভারতীয় নৃত্যকলা। মনে করা হয় প্রায় তিন হাজার বছর আগে তামিলনাড়ুতে এই নৃত্য কলার উৎপত্তি। ডান দিক থেকে প্রথমেই রয়েছে কেরালার কথাকলি। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের ডান্ডিয়া নৃত্য। তিন নম্বর স্থানে রয়েছে ছৌ নৃত্য। যার উৎপত্তি ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে। মনমুগ্ধকর এই গুগল ডুডল সত্যিই ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্য কেই ফুটিয়ে তুলেছে। 

জেনেনিন : Independence Day 2021 উপলক্ষে দারুন WhatsApp Stickers, GIFs কিভাবে পাবেন?

এই গুগল ডুডল সম্পর্কে কোন বার্তা ফুটিয়ে তুলতে চেয়েছেন তা জিজ্ঞাসা করা হলে সায়ন মুখার্জি তার উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন ভারতের বিপুল বৈচিত্র্যকে বিভিন্ন নৃত্যকলার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন তিনি। যেগুলি একে অন্যের থেকে আলাদা হলেও একত্রিত হয়ে একই স্টেজে পারফর্ম করছে। যা দেখায় একে অন্যের থেকে আলাদা হয়েও আমাদের মধ্যে ঐক্য। এই ঐক্যই আমাদেরকে এক ও শক্তিশালী করে রেখেছে। 

নিঃসন্দেহে এই গুগল ডুডলের বার্তা অত্যন্ত গভীর। অসংখ্য ধন্যবাদ জানাই সায়ন মুখার্জি ও গুগল টিমকে এত সুন্দর গুগল ডুডল আমাদের উপহার দেওয়ার জন্য। কেমন লেগেছে আজকের গুগল ডুডল আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানায় সকলকে।