আজকের Google Doodle-এ সেলিব্রেট করা হচ্ছে Stephen Hawking-এর 80 তম জন্মদিন, শত বাধাতেও হার না মানার নামই জীবন

গুগল (Google) কে আমরা প্রায়ই নিত্যনতুন ডুডল (Doodle) নিয়ে আসতে দেখি তাদের হোমপেজে। যার মাধ্যমে তার একটা বিশেষ দিন বা বিশেষ স্মৃতিকে স্মরণীয় করে রাখে। আজকে আমরা এমনই এক নতুন ভিডিও গুগল ডুডল দেখতে পাচ্ছি। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কে। তার পাশে রয়েছে পৃথিবী এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্ল্যাক হোলের ছবি। তার সাথে গুগল লেখা রয়েছে। এই ব্যক্তি আর কেউ নন, ইনি স্টিফেন হকিং (Stephen Hawking)। আজ তার 80 তম জন্মদিন গুগল এই ডুডলের মাধ্যমে সেলিব্রেট করছে। 

Google Doodle-এ সেলিব্রেট করা হচ্ছে Stephen Hawking-এর 80 তম জন্মদিন

স্টিফেন হকিং এর সাথে এখনকার সময়ের সকলেই পরিচিত। 1942 সালে আজকের দিনেই, অর্থাৎ 8 জানুয়ারি, ইংল্যান্ডের অক্সফোর্ডে তিনি জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই এই মহাবিশ্বের প্রতি তার আগ্রহ অসীম। এই আগ্রহ এবং তাঁর অসাধারণ মেধার জন্য তাকে আইনস্টাইন নিকনেম দেওয়া হয়। এই ভাবেই চলছিল তার জীবন। কিন্তু মাত্র 21 বছর বয়সেই তিনি নিউরো ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হন। তখন তাকে বাঁচিয়ে রাখাই হয়েছিল মুশকিল। সেই পরিস্থিতি কাটিয়ে তার মেধা এবং অসাধ্য সাধনের ইচ্ছাশক্তির জোরে তিনি একের পর এক দ্বার খুলে দিয়েছেন আমাদের সামনে। 

তিনি একজন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী। সাথে অত্যন্ত বিখ্যাত কসমোলজিস্ট, অথর এবং থিওরিটিক্যাল ফিজিসিস্ট। এই মহাবিশ্বের আবিষ্কার সম্পর্কে তার থিওরি এখনো সারা বিশ্ব জুড়ে অত্যন্ত সম্মানের সাথে দেখা হয়। অথচ মাত্র 21 বছর বয়সেই মোটর নিউরন রোগে আক্রান্ত হন তিনি। এই রোগ তাকে ধীরে ধীরে প্যারালাইজড করে দেয়। এমনকি তিনি কথা বলার ক্ষমতাও হারান। যোগাযোগের মাধ্যম হিসাবে তিনি এক স্পিচ জেনারেটিং ডিভাইস ব্যবহার করতেন। যা তিনি একটি গালের মাসলের সাহায্যে চালনা করতেন তিনি।  

2006 সালে বিবিসি-র এক ইন্টারভিউতে তিনি তার মনের এক ইচ্ছার ব্যাপারে জানান। আর তা হল মহাকাশ ভ্রমণ। আর তার কথা শুনে ভার্জিন গ্যালাক্টিকের রিচার্ড ব্র্যানসন তাকে বিনামূল্যে মহাকাশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তিনি সাদরে তা গ্রহণ করেন। এক বিশেষ বোয়িং 727-200 বিমানে করে সেখানে তিনি প্রথম জিরো গ্রাভিটি অনুভব করেন। তাকে নিয়ে অনেক ফিলমস এবং সিরিজও হয়েছে। 2014 সালে দ্য থিওরি অফ এভরিথিং নামে একটি সিনেমা রিলিজ করা হয় তার জীবন নিয়েই। 

জেনেনিন : Red Velvet Cake নাকি মঙ্গল গ্রহের ছবি? European Space Agency-র শেয়ার করা ছবিতে হতবাক গোটা বিশ্ব, জেনেনিন আসল ব্যাপার

আজকে গুগলের তৈরি এই বিশেষ ডুডলে আপনি যদি ক্লিক করেন, তাহলে একটি ভিডিও শুরু হয়ে যাবে। যে ভিডিওর মধ্যে স্টিফেন হকিং-এর সেই Computer-Generated ভয়েস আপনি শুনতে পারবেন। আর তারই সাথে দেখতে পারবেন তার জীবন সম্পর্কে। কিভাবে অদম্য মানসিকতার জোড়ে অসাধ্য সাধন করেছেন তিনি দেখতে পারবেন তার ঝলক। নিজে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও তার মন ছুটে বেড়িয়েছে গোটা ইউনিভার্স জুড়ে দেখতে পারবেন তারই প্রতিফলন। 

তার নিজের গলাতে শুনতে পারবেন, “আমরা খুবই খুবই ছোট, কিন্তু ছোট হলেও আমরা অনেক অনেক বড় জিনিস করার ক্ষমতা রাখি। জীবন যতই কঠিন মনে হোক, আমাদের মন যেন আবদ্ধ না হয়ে যায়। জীবন যেখানেই আছে, সেখানেই আশা আছে।” এমন ভাবে তিনি তার বক্তব্য পেশ করছেন এই ভিডিওতে। ভিডিওর শেষে সকলকে উৎসাহ যুগিয়েছেন তিনি। উৎসাহ জুগিয়েছেন “সাহসী হতে, উৎসুক থাকতে এবং তার সাথে ডিটারমাইন্ড হতে। জীবনে নানান অড আসবেই। এই ভাবেই সে গুলোকে ওভারকাম করতে হবে এবং এটা করা সম্ভব।” 

তার জীবন অনুপ্রেরণা যোগায় সকলকে। অনুপ্রেরণা যোগায় নিজের অক্ষমতা কাটিয়ে অসাধ্য সাধন করতে। এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী আমাদের ছেড়ে না ফেরার জগতে চলে গেছেন 2018 সালের 14 মার্চ। দেখেনিন আজকের Google Doodle-এর ভিভিওটি এখানে-

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!