5 MP Dual Camera সহ লঞ্চ হয়ে গেল Facebook-এর Ray-Ban Stories স্মার্ট চশমা, এক নজরে জেনেনিন ফিচারস এবং দাম সহ সমস্ত কিছু

facebook ray ban stories smart glass

গতকালই Australia, Canada, Ireland, Italy, UK, এবং US-তে লঞ্চ হয়ে গেছে Facebook x Ray-Ban Smart Glass। গ্রাহকরা তাদের প্রয়োজনের উপর নির্ভর করে বিভিন্ন ধরণের লেন্স বেছে নিতে পারবেন। অসাধারণ স্পেসিফিকেশন রয়েছে এই স্মার্টগ্লাসে। ইতিমধ্যেই দাম প্রকাশ্যে এসেছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সমস্ত কিছু। 

Facebook Ray-Ban Stories Smart Glasses স্পেসিফিকেশন

এই স্মার্ট চশমার মধ্যে রয়েছে দুটি 5-মেগাপিক্সেল ক্যামেরা যা 2,592×1,944 Pixel রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম। একই সাথে রয়েছে 30fps এ 1,184×1,184 Pixel রেজোলিউশনের 30 সেকেন্ডের ভিডিও ধারণ ক্ষমতা। 

ব্যবহারকারীরা প্রায় 500 টি ছবি এবং 30 সেকেন্ডের 35 টি ভিডিও সংরক্ষণ করতে পারবেন এই স্মার্ট গ্লাসের মাধ্যমে। এছাড়াও রয়েছে External-Facing LED। এটি নির্মিত হয়েছে Snapdragon Processor দ্বারা। এর মধ্যে রয়েছে Bluetooth v5 সুবিধা। স্মার্ট চশমার প্রতিটি ফ্রেমের কানের পাশে Open-Ear Speaker রয়েছে। একই সাথে রয়েছে Touch-Sensitive Control। অর্থাৎ Single-Tap, Double-Tap এবং Triple-Tap এর মাধ্যমে আপনি মিউজিক প্লেব্যাক, Call এবং ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। 

জেনেনিন : আবার ব্লাস্ট করল OnePlus Nord 2 5G, এই ঘটনা রীতিমতো চিন্তার বিষয়

চশমার ডান দিকে শাটার বোতাম রয়েছে যা ব্যবহার করে আপনি ছবি তুলতে এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ভয়েস কলের জন্য রয়েছে তিনটি মাইক্রোফোন। এই স্মার্ট গ্লাসটি ব্যবহার করার জন্য আপনার ডিভাইসটিকে ন্যূনতম Android 8.0 বা iOS 13 হতে হবে। এটির সাহায্যে আপনি Facebook View App মাধ্যমে Facebook, Instagram, WhatsApp, Messenger প্রভৃতি অ্যাপ্লিকেশন পরিচালনা করতে পারবেন। 

আরও পাবেন Dual-Band Wi-Fi — 2.4GHz এবং 5GHz Band সুবিধা। এটিতে ব্যবহৃত হয়েছে USB Type-C Cable। এখানেই শেষ নয় আরও রয়েছে Facebook Assistant Voice Assistant সুবিধা। 

দাম কত রাখা হয়েছে?

Facebook Ray-Ban Stories এর দাম রাখা হয়েছে $299-$379। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 22,000 টাকা থেকে 27,900 টাকার মধ্যে। এটি চারটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে যার মধ্যে রয়েছে Black, Blue, Brown, এবং Green। 

এছাড়াও পাবেন 6 টি লেন্স সুবিধা যার মধ্যে থাকছে Blue Light Filter, Brown, Dark Grey, Green, Polarised Dark Blue, Dark Green lenses। 

সূত্র অনুসারে Ray-Ban Website-এ উপলব্ধ রয়েছে এই স্মার্ট গ্লাস। উল্লেখিত দেশের গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী গ্লাস কিনে নিয়ে ব্যবহার করতে পারবেন। ভারতের বাজারে এই অসাধারণ স্মার্ট গ্লাস কবে উপলব্ধ হবে সেই তথ্য এখনো জানা যায়নি।