ফেসবুক, গুগল তাদের এমপ্লয়ীদের সুবিধার জন্য নিল বড় সিদ্ধান্ত ! সবারই উপকার হবে এই সিদ্ধান্তে !

গুগল, ফেসবুক বছরের শেষ অবধি বেশিরভাগ কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিলো। ফেসবুক 6ই জুলাই থেকে বেশিরভাগ অফিস খুলবে, তারা সিদ্ধান্ত নিচ্ছে যে কোন কোন কর্মচারীদের অফিস থেকে কাজ করতে বলা হবে।

গুগলও একই পথ অনুসরণ করল। করোনা ভাইরাসের প্রকোপের দরুন এই বড় সিদ্ধান্ত নিল এই দুই সংস্থা।

শুক্রবার বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল কর্মীরা জুলাই মাস থেকে তাদের অফিসগুলিতে যেতে পারবেন।

তবে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, যাদের কাজ বাড়ি থেকেই হয়ে যাবে তাদের অফিসে আসার কোনো প্রয়োজন নেই।

আরও জানুন : স্যামসাং আপনার জন্য আনছে ডেবিট কার্ড ! দেখে নিন বিস্তারিত !

ফেসবুকের 48,268 কর্মী মার্চ মাস থেকে বাড়ি থেকেই কাজ করছেন।

Mark Zuckerberg শীঘ্রই এই সম্বন্ধে অফিশিয়াল স্টেটমেন্ট দেবেন।

জুন 2021 পর্যন্ত ফেসবুক তার সমস্ত ফিজিক্যাল মিটিং ও ইভেন্ট বন্ধ রেখেছে।

মনে করা হচ্ছে ফেসবুক ও গুগলের এই প্রচেষ্টা করোনা ভাইরাসকে ছড়ানো থেকে অনেকটাই রুখতে সক্ষম হবে।