স্যামসাং হলো লেটেস্ট টেক কোম্পানি যে প্রথম আপনার জন্য স্মার্ট ডেবিট কার্ড আনার পরিকল্পনা করছে।
পারসোনাল লাইফ ফিন্যান্স গেমের অংশ হিসেবে স্যামসাং পে ডেবিট কার্ড শীঘ্রই আসছে।
স্যামসাং পে 5 বছর পূর্ণ করলো কিন্তু স্যামসাং নতুন করে স্যামসাং পে কে সবার কাছে পরিচিত করতে চায়।
স্যামসাং পার্টনারশিপ করছে ইউএস বেসড সোফি কোম্পানি(অনলাইন ব্যক্তিগত আর্থিক সংস্থা যা গত পাঁচ বছরে ট্র্যাকশন অর্জন করেছে)র সাথে।
এর আগে জানা গিয়েছিল যে গুগলও স্মার্ট ডেবিট কার্ড নিয়ে কাজ করছে।
স্যামসাং এই সম্বন্ধে বিস্তারিত কিছু বলতে চায়নি। তারা জানিয়েছে পরের সপ্তাহে এই সম্বন্ধে সব জানানো হবে।
আরও জানুন : হ্যাক হয়ে গেল আনঅ্যাকাডেমির ডাটাবেস ! বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে !
এখন এটাই দেখার যে স্যামসাং কি করে! এই ডেবিট কার্ড কি হবে Apple এর মতো? এটি কি বিপুল ক্যাশব্যাক দেবে? প্রাইভেসি কতটা ভালো হবে? এটি কি Apple কার্ড, গুগলের আপকামিং ডেবিট কার্ডকে টেক্কা দিতে পারবে?
এ সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন শ্রেষ্ঠ টেক !