অনেকদিন ধরেই ফেসবুক তার ওয়েবসাইটের রিডিজাইনের কাজ করছিল। ফেসবুক এই নিয়ে কাজ শুরু করেছিল 2019 সালের অক্টোবর মাসে।
অবশেষে সকল ইউজারদের জন্য ফেসবুকের রিডিজাইনড ওয়েবসাইট লঞ্চ হতে চলেছে।
কি নতুন ফিচার থাকবে এই রিডিজাইনড ওয়েবসাইটে ?
ডেস্কটপ সাইটে থাকবে মিনিমালিস্ট, ক্লিনার ডিসাইন।
এই নতুন ওয়েবসাইট হবে অনেক ফাস্ট অর্থাৎ কনটেন্টগুলি খুব তাড়াতাড়ি লোডিং হবে।
ডার্কমোড ইনক্লুড করা হয়েছে এই নতুন রিডিজাইনড ওয়েবসাইটে।
আরও জানুন : সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও পেজ রোল আউট শুরু করলো ইউটিউব অ্যাপ্লিকেশন ! জেনে নিন কি কি বিশেষ ফিচার থাকছে !
বিগার টেক্সট এন্ড লেস ক্লাটারেড লুকের কারনে সবকিছুই সহজে খুঁজে পাওয়া যাবে।
ভিডিওস, গেমিং, আর গ্রুপস বেশি প্রাইওরিটি পাবে। এই সম্বন্ধে অনেক ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। ওয়েব এক্সপেরিয়েন্স বাড়ানো হয়েছে।
আপনি কি ডেস্কটপে পেয়েছেন এই নতুন ডিজাইন ?