ডিশ টিভি ইন্ডিয়া লিমিটেড, MX প্লেয়ারের সাথে পার্টনারশিপ করল।
এর প্রধান লক্ষ্য হল ভারতে আরো ভালো ভিডিও কন্টেন্ট সরবরাহ করা এবং ইউসার সংখ্যা বাড়ানো।
FCCI এর অ্যানুয়াল রিপোর্ট অনুসারে, ভারতের এক নম্বর এন্টারটেইনমেন্ট অ্যাপ হিসাবে আগেই আত্মপ্রকাশ করেছে MX প্লেয়ার।
এবার Mx প্লেয়ারের সাথে পার্টনারশিপ করলো ডিশ টিভি।
পার্টনারশিপের পরে ডিশ টিভি অ্যান্ড্রয়েড-বেসড “ডিশ SMRT হবে” নামে এক অ্যাপ এক লঞ্চ করেছে।
এই অ্যাপের মাধ্যমে ইউজাররা প্রিমিয়াম ভিডিওগুলো দেখতে পারবেন।
এই পার্টনারশিপটি ডিশ টিভি গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর।
আরও জানুন : মি ল্যাপটপ খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে ভারতে।
কারণ এর ফলে ডিশ টিভি ইউজাররা এমএক্স অরিজিনাল, টিভি শো, মিউজিক ভিডিও এবং সিনেমাগুলি স্থানীয় ভাষায় দেখতে পারবেন।
এর আগেই এই ডিটিএইচ সংস্থা তার স্ট্রিমিং অ্যাপ ‘ওয়াচো’(WATCHO) লঞ্চ করেছিল।
অভিষেক জোশি বলেছেন,”আমাদের মূল উদ্দেশ্যটি হলো স্মার্টফোনকে টিভির থেকে বেশি প্রাধান্য দেওয়া । ভারতীয়দের জন্য স্থানীয় এবং আঞ্চলিক ভাষায় প্রিমিয়াম কন্টেন্টগুলি মোবাইলেই দেখানোর ব্যবস্থা করা।”
ইতিমধ্যে বিশ্বব্যাপী নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং অ্যাপের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
আশা করা হচ্ছে এই লকডাউনের সময় এই পার্টনারশিপ ডিশ টিভির ইউসার সংখ্যা আরো বাড়াবে।