পাবজি খেলে জিতে নিন অ্যাপেল আইফোন ইলেভেন প্রো ! দেরি না, এক্ষুনি জেনে নিন কীভাবে !

পাবজি লাভারদের জন্য সুখবর !

আপনি যদি পাবজি মোবাইল গেম খেলতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই সুখবর রয়েছে ! 

এবার পাবজি অর্গানাইজ করছে লাকি মানি ট্রি নামে একটি ইভেন্ট !

আর এখান থেকে আপনি নানান ধরনের আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন ! 

এমনকি আপনি জিতে যেতে পারেন আইফোন ইলেভেন প্রো !

কীভাবে এই পাবজি ইভেন্ট অংশগ্রহণ করবেন ?

এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য পাবজি গেম ওপেন করুন । আর আপনি এই ইভেন্টের ব্যানার দেখতে পাবেন ।

পাবজি তে কোনোরকম ইভেন্ট ব্যানার না দেখতে পেলে কি করবেন ?

কোনোরকম ইভেন্ট ব্যানার যদি আপনি না দেখতে পান তাহলে গিফট বক্স এর মধ্যেই আপনি লাকি মানি ট্রি অপশন পেয়ে যাবেন ।

এই পাবজি ইভেন্টে সম্পর্কে খুঁটিনাটি !

প্রত্যেকদিন আপনি দুবার চান্স পাবেন ইভেন্টে পার্টিসিপেট করার জন্য । প্রথমবার শুধুমাত্র এই গেমে লগইন করার জন্য । 

আরও জানুন : আরও উন্নত কন্টেন্ট ও পরিষেবা দেবার জন্য MX প্লেয়ারের সাথে পার্টনারশিপ করল ডিশ টিভি !

আর দ্বিতীয়বার আপনি যদি একটি ক্লাসিক ম্যাচ খেলেন তাহলে । 

গাছের একটি ফিগার রয়েছে…

তাহলেই দেখবেন গাছের একটি ফিগার রয়েছে । এবং সেখানে নানান ধরনের গিফট আইটেম রয়েছে !

এই গাছ টাকে শেখ করা অর্থাৎ নাড়ানোর মাধ্যমে আপনি এই ইভেন্ট থেকে পুরস্কার জিতে নিতে পারবেন !

সেটাকে SHAKE করলেই যেটা আপনার ভাগ্যে পড়বে সেটাই আপনি জিতে যাবেন !

অবশ্যই একবার ট্রাই করে দেখুন । আপনিই হয়তো পেয়ে যেতে পারেন আইফোন ইলেভেন প্রো ।