ফেক ICICI ব্যাঙ্কের ওয়েবসাইট তৈরি করে চলছিল লোক ঠকানোর কাজ, Delhi Police এর সক্রিয়তায় বন্ধ করা গেল সেটি, কিভাবে আপনি সাবধান থাকবেন ?

delhi police warns users about a fake icici bank webpage

ইতিমধ্যেই দিল্লিতে একটি ঘটনা ঘটে গিয়েছে যেখানে, অসাধু ব্যক্তিরা নিজেদের ব্যাংকের কর্মচারী বলে দাবি করে গ্রাহকদের KYC করার দাবি তুলে একটি ভুয়ো লিংক প্রচার করে। এবং গ্রাহকরা সেই লিংক ব্যাবহার করা মাত্রই তাদের যাবতীয় মূলধন অসাধু ব্যক্তিদের ঝুলিতে চলে যায়। এই ঘটনাটি ICICI Bank ব্যাঙ্কের ফেক ওয়েবসাইট কে কেন্দ্র করে গড়ে উঠেছে।

এরই সাথে এই অসাধু ব্যক্তিরা একটি ফেক অনলাইন ব্যাংকিং ওয়েবপেজ তৈরি করে। যার মাধ্যমে তারা তাদের অসাধু কার্যকলাপ বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে দিল্লি পুলিশ এই webpage টিকে বন্ধ করতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ ব্যাপারটি Delhi Police এর এর দৃষ্টিগোচর করেছিলেন Sanjay Jha। তিনি এই বিষয়ে জানিয়ে তাদের টুইটারে ট্যাগ করেন। আর তাতেই সফল হয় তার উদ্যোগ। 

হতে পারে এমন কিছু খারাপ ব্যবহার পরেরবার আমাদের সাথেও ঘটতে পারে, তাই এখন থেকেই সতর্ক হয়ে যান। যথাসম্ভব ফেক ব্যাংকিং ওয়েবসাইট থেকে নিজেকে দূরে রাখুন।

কিভাবে নিজেকে ফেক ব্যাংকিং ওয়েবসাইট থেকে দূরে রাখবেন??

প্রথমত অনলাইন ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে আপনি যে ব্যাংকের পরিষেবা ব্যবহার করছেন খেয়াল রাখুন আপনি তার অফিসিয়াল ওয়েবসাইট টি ব্যবহার করছেন কিনা! অযথা গুগোল এ কোন ফেক ব্যাংকিং লিংকের সাথে নিজেকে যুক্ত করবেন না। কারণ গুগোলে অনেক ভুয়ো লিংক দেওয়া থাকে।

আপনার স্মার্টফোনে আসা কোন লিংক, কোন তথ্য কখনোই যাচাই না করে ব্যবহার করতে যাবেন না। প্রয়োজনে নিকটবর্তী ব্যাংক এর সাহায্যে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মোবাইল ব্যাংকিং এর সিকিউরিটি সম্পর্কে আরও জানুন এখানে

পাবলিক প্লেসে ওয়াইফাই ব্যবহার করে কখনোই ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা উপভোগ করতে যাবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার ভয় থেকেই যায়।

জেনে নিন : এগুলি কখনই গুগল সার্চ করবেন না, এই ধরনের Google Search আপনাকে বিপদে ফেলতে পারে

অন্যের কোন ডিভাইসে আপনার পার্সোনাল ইনফরমেশন ইনক্লুড করবেন না যেমন Gmail, Account Number ইত্যাদি। যদিও করে থাকেন তাহলে স্মার্টফোনটি অন্যের হাতে দেওয়ার আগে সবকিছু লগআউট করে তবেই দেবেন। UPI অ্যাপ্লিকেশনগুলি যতটা সম্ভব নিরাপদে ব্যবহার করুন।

মনে রাখবেন ব্যাঙ্কিং পরিষেবা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কখনোই আপনার প্রিয় জন বা আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন না। যতটুকু সম্ভব ততটুকু আপনি এটি নিরাপদে রাখার চেষ্টা করুন। পরিশেষে বলা যায় যেকোনো ব্যাংকিং সংক্রান্ত খুটিনাটি তথ্য ও বিবরনের জন্য সর্বদা ব্যাংকিং কর্মচারীদের সাথে যোগাযোগ করাটাই শ্রেয়।