সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 3 মাসের ফ্রি ইন্টারনেট! ভাইরাল WhatsApp মেসেজের আড়ালে কি অভিসন্ধি?

real story behind the viral whatsapp message claiming free internet for three months from indian government

হোয়াটসঅ্যাপের মতো প্রয়োজনীয় এক অ্যাপ্লিকেশনে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের মেসেজ ভাইরাল হতে দেখি। তার মধ্যে অনেকে মেসেজই খারাপ অভিসন্ধি নিয়ে ভাইরাল করা হয়। সদ্য সদ্য এমনই এক মেসেজ ধরা পড়ল। যেখানে বলা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে তিন মাস বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে।

এটাও বলা হচ্ছে যে জুন মাসের অর্থাৎ এই মাসের 29 তারিখ পর্যন্ত এই অফার সীমাবদ্ধ রয়েছে। তাই এই অফার পাওয়ার জন্য তাড়াতাড়ি করতে বলা হয়েছে।

আসল ব্যাপারটি কি? 

PIB অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bourau) এর তরফ থেকে এই বিষয়ে সকলকে সাবধান করে ইতিমধ্যে একটি টুইট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই মেসেজটি সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন। হোয়াটসঅ্যাপ মেসেজ টিতে একটি লিঙ্কও রয়েছে। এই লিঙ্কটাতে ক্লিক করলে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে মুকেশ আম্বানি সহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি দেওয়া রয়েছে। এই বিষয়ে এর তরফ থেকে করা Tweet টি দেখে নিন।

তার সাথে আপনার যাবতীয় ইনফর্মেশন সেখানে চাওয়া হচ্ছে। আপনার ফোন নাম্বার চাওয়া হচ্ছে। সাথে জানতে চাওয়া হচ্ছে কোন প্ল্যান আপনি নিতে ইচ্ছুক। সেই প্ল্যান সিলেক্ট করতে বলে হচ্ছে। এবং আপনার স্টেটের নাম দিতে বলা হচ্ছে। 

সমস্ত কিছু দেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে টেলিকম অপারেটর সিলেক্ট করতে বলা হচ্ছে। সেটা যদি আপনি সিলেক্ট করে নেন তার পরের পেজে এই মেসেজটি কে আবার শেয়ার করতে বলা হচ্ছে। তারপরই অটোমেটিক একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোনে। 

মেসেজটা এত নিখুঁত ভাবে করা হয়েছে যে আপনি দেখে বুঝতেই পারবেন না এটা ফেক। তারই সাথে যে লিংক শেয়ার করে রয়েছে। সেই লিঙ্কে আপনি গেলেও বুঝে ওঠা আপনার পক্ষে মুশকিল হয়ে যাবে যে এটা ফেক। কিন্তু সমস্তটাই আপনাকে ঠকিয়ে নেওয়ার অভিসন্ধি। আপনার মোবাইল নাম্বার সহ আপনার সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া এর উদ্দেশ্য।

জেনে নিন : কিভাবে আপনার UPI আইডি সুরক্ষিত রাখবেন? এই বিশেষ বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখুন

তার সাথে সবশেষে আপনার স্মার্টফোনে নানান ধরনের ক্ষতিকারক ম্যালওয়্যার বা রানসামওয়্যার ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিসন্ধি রয়েছে এই মেসেজটি মধ্যে। তাই এই সমস্ত মেসেজ থেকে সাবধান থাকুন। আর এই মেসেজ পেলে দয়া করে সচেতন নাগরিকের পরিচয় দিন এবং এই মেসেজ কাউকে শেয়ার করবেন না। আর ভুলেও সেই লিংকে ক্লিক করবেন না।