Wireless Charging এর ক্ষেত্রেও বেঁধে দেওয়া হল লিমিটেশন, চিনের এই অদ্ভুত নিয়মের কারণটা কি?

Wireless Charging ShresthoTech

প্রায় প্রত্যেক দিনই এখন আমরা নতুন নতুন ধরনের স্মার্টফোন দেখতে পায়। দেখতে পায় নতুন নতুন স্মার্টফোন টেকনোলজি কেউ। প্রায় প্রত্যেকদিনই আমরা স্বাগত জানিয়ে চলেছি নতুন চার্জিং টেকনোলজিকে। এবার এই সমস্ত কিছুর মধ্যে নতুন এক খবর এসে গেল চীন থেকে। জানা যাচ্ছে তারা তাদের ওয়ারলেস চারজিং এও লিমিটেশন বেঁধে দিয়েছে তাদের দেশে। এবং এই চারজিং লিমিটেশন করে দিয়েছে মাত্র 50W এর। যা শুনে চোখ কপালে উঠে গেছে গোটা বিশ্বের। 

চীনের বিখ্যাত টেক কোম্পানিগুলোকে ওয়ারলেস চারজিং টেকনোলজিতে যুগান্তকারী পরিবর্তন আনতে দেখেছি আমরা। শাওমি কাজ করছে এয়ার চার্জিং টেকনোলজি নিয়ে। যেখানে একটা নির্দিষ্ট ডিভাইসের দূরত্বের মধ্যে স্মার্টফোন নিয়ে এলেই তা চার্জ হতে শুরু করে দেবে। দিনের পর দিন আরও শক্তিশালী চার্জিং টেকনোলজি নিয়ে আসা হচ্ছে। তার মাঝে এই ঘোষণা, সেটা আবার চীনের মতো দেশ থেকে আসছে। সেটাই হতবাক করে দিয়েছে সকলকে।

মাঝে চীনের এই অবাক করা নতুন আইনে বলা হচ্ছে সমস্ত রকম মোবাইল এবং পোর্টেবল ওয়্যারলেস চার্জিং ডিভাইসগুলোকে, যেগুলো চীনে তৈরি করা হয় অথবা চিনে ইমপোর্ট করা হয় বা চিনে বিক্রি করা হয় বা ব্যবহৃত হয় সেগুলো ক্ষমতার পরিমাণ 50 ওয়াটের বেশি হবে না একদমই। এই নতুন নিয়ম লাগু হতে চলেছে 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই। 

এর জন্যই সবাই প্রশ্ন তুলছেন তাহলে কি এর ফলে টেকনোলজি এভলভেও বাধা দিচ্ছে চিন? এই প্রশ্নের উত্তরেই অনেকে আবার মনে করছেন অন্য কথা। ওয়ারলেস চারজিং টেকনোলজি এখন সম্পূর্ণ ভাবে পরিপক্ক হয়নি। চলছে নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা। আর তাই এই ধরনের টেকনোলজি ভালো রকম পরীক্ষা-নিরীক্ষা না করে বাজারে নিয়ে এলে দেশের জনগণের বিপদ আসতে পারে এমনটাই হয়তো মনে করছে চীনের সরকার। সেই জন্যই হয়তো করে দেওয়া হয়েছে এই নতুন লিমিটেশন। 

জেনেনিন : 3 লক্ষের বেশি BGMI একাউন্ট Ban করে দেওয়া হয়েছে মাত্র 7 দিনে, Battlegrounds Mobile India লাভাররা সাবধান হয়ে যান

আবার অনেকেই মনে করছেন ওয়ারলেস চারজিং টেকনোলজির ফলে স্মার্টফোন অত্যধিক গরম হতেও দেখা যাচ্ছে বেশিরভাগ সময়। আবার কোন কোন সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তা আটকাতেই চলছে এই নতুন আইন আনয়ন। আবার অনেকেই মনে করছেন হয়তো 50W লিমিটের মধ্যেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজিকে আরো উন্নত করে তুলতে চাইছে প্রথমে চীনের সরকার। সেটা ভালোভাবে সম্পূর্ণ হলেই ভাবনাচিন্তা হবে এই লিমিটেশন বাড়ানোর।  

ওয়ারলেস চারজিং সম্পর্কিত এই নিয়মের মূল কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে জানা না গেলেও আইন শুরু হতে চলেছে আর মাত্র কয়েক মাস পর থেকেই। এই বিষয়ে আপনার কি মতামত? আপনিও কি সাপোর্ট করেন এই নতুন আইন? আমাদের দেশে যদি এই আইন চালু করা হয় তাহলে সেটা কেমন হবে? অবশ্যই জানাতে ভুলবেন না।