3 লক্ষের বেশি BGMI একাউন্ট Ban করে দেওয়া হয়েছে মাত্র 7 দিনে, Battlegrounds Mobile India লাভাররা সাবধান হয়ে যান

Battlegrounds Mobile India ShresthoTech

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) অফিশিয়ালি আমাদের দেশের লঞ্চ হয়ে গেছে। আর লঞ্চ হওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ইতিমধ্যেই আবার এর iOS ভার্সন এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। আর সমস্ত কিছু মিলিয়ে রীতিমতো আনন্দিত এই গেমে লাভাররা। কিন্তু তারই মধ্যে এক হতবাক করে দেওয়া খবর এসেছে Krafton এর পক্ষ থেকে। 

জানা যাচ্ছে বিজিএমআই (BGMI) মাত্র 7 দিনে তিন লাখের বেশি অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে! আর এই ব্যান করা হয়েছে গেমে চিটিং বা অনৈতিক পদ্ধতি অবলম্বন করার জন্য। বিজিএমআই জানিয়েছে জুলাই 30 তারিখ থেকে আগস্টের 5 তারিখের মধ্যে, অর্থাৎ মাত্র এই সাত দিনের মধ্যেই তারা 336,736 অ্যাকাউন্ট ব্যান করেছে। আর সব থেকে হতবাক করা বিষয় হল এই ব্যান করা হয়েছে পার্মানেন্টলি। 

জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন

নিঃসন্দেহে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে চিটিং একটা মহা সমস্যা। এর আগেও আমরা দেখেছিলাম পাবজি মোবাইলের চিটিং নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল সকলকেই। চিটিং থেকে শুরু করে নানা অনৈতিক পদ্ধতি অবলম্বন করে ইউজাররা এই গেমের গেমপ্লে এক্সপেরিয়েন্স কেই খারাপ করে দিচ্ছিল। আর সেজন্যই এমন কঠোর হতে হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কে প্রথম থেকেই। 

তাই আপনি যদি এই গেম খেলতে গিয়ে কোনরকম অনৈতিক পদ্ধতি অবলম্বন করেও থাকেন তাহলে সচেতন হয়ে যান। এতদিন পর্যন্ত যদি আপনি আপনার অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতেও পারেন, এখন সচেতন হয়ে সেই অনৈতিক পদ্ধতি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। 

আপনি কি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলতে ভালোবাসেন? এই গেম খেলতে গিয়ে আপনাকেও কি চিটারের সমস্যায় পড়তে হয়েছে?