একজন ভারতীয় কে $1,00,000 পুরস্কার দিল অ্যাপেল

একটা ব্যাপার আমরা প্রায়ই লক্ষ্য করি যখন কেউ কোন বড় টেক কোম্পানির কোন প্রোডাক্টে নানান ধরনের বাগ ডিটেক্ট করে ফেলেন, তখন সেই কোম্পানি সেইভাবে ডিটেক্টর কে পুরস্কৃত করেন । 

এবং এই ধরনের কাজ করতে তারা সকলকে অনুপ্রাণিতও করেন । এমনকি মাঝে মাঝে আমরা কিছু কম্পিটিশন তাদেরকে অ্যারেঞ্জ করতে দেখি। যাতে বলা হয় কেউ যদি তাদের প্রোডাক্টে বাগ খুঁজে পায় তাকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পুরস্কার হিসেবে দেওয়া হবে । 

সেইরকমই হল একজন ব্যক্তির ক্ষেত্রে তিনি এক লক্ষ ইউএস ডলার জিতে নিলেন অ্যাপেলের কাছ থেকে। আপেলের সিকিউরিটি বাউন্টি প্রোগ্রামের মধ্যে থেকে তাকে এই পুরস্কৃত করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ যদি ভারতীয় মুদ্রায় কনভার্ট করা হয় তাহলে দাঁড়াচ্ছে প্রায় 75 লক্ষ টাকা । তার নাম ভাবুক জেইন। তিনি একজন প্রোগ্রামার । 

আরও জানুন : আবার দাম বাড়লো রেডমির এই স্মার্টফোনের, জেনে নিন বিস্তারিত !

সাইন ইন উইথ অ্যাপেল সম্পর্কিত একটি বাগ খুঁজে বের করে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছেন তিনি অ্যাপেলের কাছ থেকে ।

যা এক কথায় দারুন ব্যাপার।