Amazon Prime নিয়ে এল Share a Clip, ভিডিওর নির্দিষ্ট একটি অংশকে Share করুন সহজেই

amazon prime share a clip

অ্যামাজন প্রাইম (Amazon Prime) এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে পরিণত হয়েছে। অ্যামাজন প্রাইম এর মধ্যে দুর্দান্ত সমস্ত বেনিফিট পান অ্যামাজন কাস্টমাররা। এবার এই অ্যামাজন প্রাইম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে নতুন এক ফিচার নিয়ে চলে এলো অ্যামাজন। এবার থেকে যেকোনো টিভি শো অথবা মুভির নির্দিষ্ট একটি অংশ শেয়ার করতে পারবেন ভিউয়ার্সরা তাদের প্রিয়জনদের সাথে। 

শেয়ার করে যাবে অ্যামাজন প্রাইম এর ভিডিও ক্লিপ 

অ্যামাজন প্রাইম মেম্বার দের জন্য খুব সুন্দর একটা ছোট্ট ফিচার নিয়ে চলে এসেছে অ্যামাজন। তবে এখনো পর্যন্ত আমাদের দেশে এই ফিচারটি কে শুরু করা হয়নি। শুধুমাত্র প্রাথমিকভাবে US-এর মধ্যে আইওএস ইউজারদের জন্যই এই ফিচারটি রোল আউট করা হচ্ছে। এই ফিচারের নাম দেওয়া হয়েছে Share a Clip।

যার সাহায্যে অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনে ভিডিও চলাকালীন সেই ভিডিওর 30 সেকেন্ডের একটি ক্লিপকে শেয়ার করতে পারা যাবে আলাদাভাবে।তবে প্রাথমিকভাবে এই ফিচারটি শুরু করা হয়েছে বলে এখনও সমস্ত ভিডিওতে বা ওয়েব সিরিজে এই সুবিধা পাওয়া যাবে না। The Boys, The Wilds, Invincible এবং Firefax এই কয়েকটি শো এর মধ্যেই উপলব্ধ রয়েছে এই ফিচারটি। মনে হচ্ছে খুব দ্রুতই আরো অনেক শো-এর মধ্যে এই ফিচারটিকে ছড়িয়ে দেওয়া হবে। 

জেনেনিন : Ola ইলেকট্রিক স্কুটার কে টেক্কা দিতে Suzuki খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

কিভাবে ব্যবহার করা যাবে Share a Clip ফিচারটি? 

বর্তমানে US-এর আইওএস ইউজাররা যখন অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে উপরিউক্ত শো গুলোর মধ্যে যেকোনো একটি দেখবেন, তখন ডানদিকে নিচে Share a Clip অপশন দেখতে পাওয়া যাবে। সেই অপশনটিতে ক্লিক করলেই নির্দিষ্ট 30 সেকেন্ডের একটি ক্লিপ আলাদা হয়ে যাবে। যেটাকে পরবর্তীকালে শেয়ার অপশনে ক্লিক করে ফেসবুক, টুইটার, আই মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে এমনকি হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারবেন ইউজাররা।  

এর ফলে ভিডিওর নির্দিষ্ট একটি অংশকে প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরকেও দেখাতে পারবেন আপনি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সকল অ্যামাজন প্রাইম ইউজারদের মধ্যেই এই ফিচারটিকে রোল আউট করে দেওয়া হবে। এমনকি বর্তমান এই ফিচারটি কে আইপ্যাড এবং আইফোনের ক্ষেত্রেও রোল আউট করে দেওয়া হয়েছে। তবে সেই US-এর কাস্টমারদের জন্য।  

প্রসঙ্গত উল্লেখ্য, অন্য কোন ধরনের OTT প্লাটফর্মে একই ধরনের কোনো সুবিধা উপলব্ধ নেই। এমনকি অন্যান্য OTT প্লাটফর্ম গুলো স্ক্রিনশট নেওয়া থেকেও বিরত রাখে ইউজারদের। সে ক্ষেত্রে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন প্রাইম। 

এবার আমাদের দেশে কবে এই ফিচার রোল আউট করে দেওয়া হয়, সে বিষয়ে নজর থাকবে আমাদের। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।