200 কিলোমিটার মাইলেজ সহ লঞ্চ হয়ে গেছে Boom Corbett Electric Bike, বুকিং শুরু হয়েছে 499 টাকা থেকে, জেনেনিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

সম্প্রতি ভারতের বাজারে Boom Motor লঞ্চ করে দিল তাদের প্রথম ইলেকট্রনিক্স বাইক। এটি আমাদের দেশে দুটি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে যার মধ্যে থাকছে Corbett 14 এবং Corbett 14-EX মডেল। এক নজরে জেনেনিন ফিচার্স এবং দাম কত কেমন রয়েছে।

Boom Corbett 14 & Boom Corbett 14-EX স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই ইলেকট্রনিক্স বাইকে পাবেন টেনসিল স্টিল। একই সঙ্গে থাকছে Exo-Skeletal Double-Cradle Chassis। এছাড়াও আপনি Boom Corbett 14 মডেলটিতে পেয়ে যাবেন 2.3kWh ব্যাটারি যা সিঙ্গেল চার্জে 100KM মাইলেজ দিতে প্রস্তুত। একই সাথে Boom Corbett 14-EX এ থাকছে 4.6kWh ব্যাটারি যা 200KM মাইলেজ প্রদান করতে সক্ষম বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। 

চার্জিং হিসাবে আপনি পাবেন Portable Charger অর্থাৎ নির্ভাবনায় আপনার বাড়ির ব্যবহৃত Plug-এ গাড়িটি যুক্ত করে আপনি সম্পন্ন চার্জ করে নিতে পারবেন। ফাস্ট চার্জারের ক্ষেত্রে এটি চার্জ হতে সময় লাগে 2.5 ঘন্টা এবং স্ট্যান্ডার্ড চার্জারের ক্ষেত্রে আপনাকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাড়িটির সামনে থাকছে LED Head Lamp।

এরই পাশাপাশি রয়েছে Speed Indicator যা সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলতে সক্ষম। আরও পাবেন সর্বোচ্চ 200 কিলোগ্রাম ওজন বহনের সুবিধা। এখানেই শেষ নয় থাকছে ট্র্যাকিং অ্যাপ ফিচার্স যার মাধ্যমে আপনি কত লিটার পেট্রোল খরচ সংরক্ষণ করেছেন, কতটুকু CO2 গ্যাসের দূষণ রোধ করছেন এবং কতকগুলি গাছের প্রাণ বাঁচাচ্ছেন তা জানতে পারবেন। 

দাম কত রাখা হয়েছে?

কোম্পানির তরফ থেকে গাড়ি দুটির দাম ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বাজারে Corbett 14 দাম রাখা হয়েছে  89,999 টাকা এবং Corbett 14-EX জন্য আপনাকে খরচ করতে হবে 1,24,999 টাকা। 

জেনেনিন : Ola ইলেকট্রিক স্কুটার কে টেক্কা দিতে Suzuki খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

ডিসকাউন্ট কেমন রয়েছে?

বর্তমানে আপনি যদি এই ইলেকট্রনিক্স বাইক 499 টাকা দিয়ে প্রি-বুকিং করে রাখেন। সেক্ষেত্রে আপনি প্রথম মডেলটিতে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 3,000 টাকা ডিসকাউন্ট এবং দ্বিতীয় মডেলটির জন্য রয়েছে 5,000 টাকা ডিসকাউন্ট।

EMI সুবিধা কেমন রয়েছে?

এরই সঙ্গে আপনি পেয়ে যাবেন EMI-এর সুবিধা। যেখানে গাড়িটি কেনার পর 5 বছরের মধ্যে আপনাকে সম্পূর্ণ টাকা পরিশোধের সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দিতে হবে 1,699 টাকা। যা খুবই একটি ভালো সুবিধা। 

Warranty কেমন থাকছে?

এছাড়াও 5 বছরের জন্য ব্যাটারি এবং 7 বছরের জন্য Chassis উপর রয়েছে Warranty সুবিধা। গাড়িটি আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাস থেকে ডেলিভারি শুরু হবে। কেমন লাগলো আপনার এই Electric Bike? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।