Amazon প্রায়ই নানা ধরনের সেল নিয়ে আসে এবং এই বিষয়ে তৎক্ষণাৎ আমরা জানিয়ে দিই আপনাদের। সদ্য সদ্য অ্যামাজনে শুরু হয়ে গেছে Mega Home Summer Sale যেখানে দারুন সমস্ত অফার আপনি পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অফার গুলি পাবেন।
কোন কোন অফার গুলি পাবেন?
আসন্ন গ্রীষ্মকালের কথা মাথায় রেখেই এই সেলটা নিয়ে এসেছে আমাজন। এই সেলে আপনি এসি, এয়ার কুলার, থেকে শুরু করে টিভি, খেলার সামগ্রী, ফিটনেস সামগ্রী সমস্ত কিছুই কিনতে পারবেন দারুণ অফারের সাথে। 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন AC, এয়ার কুলারে আপনি পেতে পারবেন 60% পর্যন্ত ডিসকাউন্ট। সিলেক্টেড টেলিভিশনেও 30% অফ থাকবে, কুকিং ডাইনিং সেট এর জন্য থাকবে 60% অফ।
তারই সাথে মাইক্রোওভেন থাকছে 40% অফ। ডিশওয়াশারের দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। শুধুমাত্র এইসব জিনিসগুলোই নয়। এই রকম আরও অনেক জিনিসে আপনি পাবেন হিউজ ডিসকাউন্ট। আপনার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে EMI এর সুবিধা পাবেন। পাবেন 1,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট(Instant Discount)। এডিশনাল ক্যাশব্যাকের সুবিধাও থাকছে। Amazon Coupon এর উপর 750 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও পাবেন।
কতদিন পর্যন্ত চলবে এই Amazon Mega Home Summer Sale?
এই সেল চলবে চলবে মার্চের 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তাই নিশ্চিতভাবেই গ্রীষ্মকাল উপলক্ষে আপনি যদি কোন প্রোডাক্ট কেনার থাকে তাহলে এই সেলটাকে অবশ্যই চেক করে দেখুন। তাড়াতাড়ি করুন। ইতিমধ্যে ফ্লিপকার্টও নিয়ে এসেছে Grand Home Appliances Sale। অবশ্যই এই সেল গুলি খেয়াল রাখুন ও আপনার প্রয়োজন মতো প্রোডাক্ট কিনুন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।