সম্প্রতি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart গ্রাহকদের জন্য হাজির করেছে Big Saving Days Sale। যেখানে দুর্দান্ত সমস্ত প্রোডাক্ট কিনে নেওয়া যাবে নির্ধারিত মূল্যের পরিবর্তে কম দামে। চলুন দেরী না করে জেনে নেওয়া যাক খুঁটিনাটি এখনই।
কোন কোন প্রোডাক্টে পাওয়া যাবে হিউজ ডিসকাউন্ট?
বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোনে রয়েছে ডিসকাউন্ট চমক। যেমন Realme C20, Poco M3, Samsung F12, Oppo Reno 5 Pro, Infinix Hot 10 Play, Vivo Y21 সহ প্রভৃতি স্মার্টফোনে পাওয়া যাবে অবাক করা ডিসকাউন্ট অফার। একই সাথে ভিন্ন TWS Earbuds-এর দাম শুরু হচ্ছে 799 টাকা থেকে।এছাড়াও স্মার্টওয়াচ কেনার ক্ষেত্রে থাকছে 60% ছাড়। তারই সাথে অসাধারণ সমস্ত Trimmers কিনে নেওয়া যাবে 70% কম দামে।
এরই পাশাপাশি নানান ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স ট্যাবলেটে থাকছে যথাক্রমে 40% ও 45% ডিসকাউন্ট। আরও পাবেন Sandisk-এর মতো অসাধারণ পেনড্রাইভ এবং Computer Accessories ক্ষেত্রে 60% পর্যন্ত ছাড়। এখানেই শেষ নয় মাত্র 499 টাকার বিনিময়ে পাওয়া যাবে নিত্য নতুন Power Bank। একই সঙ্গে Camera Accessories-এর দামও শুরু হচ্ছে 199 টাকা থেকে।
জেনেনিন : লঞ্চ হয়ে গেল Soundcore Life Note 3 TWS Earbuds, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে
আরও থাকছে TV & Appliances এর উপর 75% অবধি ছাড়। এছাড়াও Water Geysers এবং Home Appliances পাবেন 70% ডিসকাউন্ট। চমকে শেষ নেই। ওয়াশিং মেশিন এবং রেফ্রিজারেটর পাওয়া যাবে যথাক্রমে 60% এবং 50% কম দামে। একই সাথে Fashion Capital ক্ষেত্রে 60%-80% ডিসকাউন্ট রয়েছে। তাছাড়াও Beauty & Toys, Home & Kitchen প্রোডাক্ট কিনতে পারা যাবে 99 টাকা থেকে। এছাড়াও Furniture & Mattresses পাবেন 85% কম মূল্যে।
অতিরিক্ত ডিসকাউন্ট কেমন রয়েছে?
আপনি যদি একজন ICICI ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তবে যেকোনো কেনাকাটার উপর পাবেন 10% অতিরিক্ত ছাড়। এছাড়াও No Cost EMI, Super Coin ডিসকাউন্ট সুবিধা তো পাবেনই। তার সাথে পাওয়া যাবে অসাধারণ সমস্ত গিফট কার্ড।
কবে শুরু হবে এই Sale?
এই সেল শুরু হবে আগামী 17 ই জানুয়ারি তারিখ থেকে এবং চলবে আগামী 22 শে জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে ফ্লিপকার্ট সাইটে এই ডিসকাউন্ট সেলের একটি ব্যানার দেখা গেছে। এই ধরণের দুর্দান্ত অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!