Airtel ও Vi-এর 129 টাকার প্রিপেইড প্ল্যানের মধ্যে কে দিচ্ছে বেশি বেনিফিট? কোনটা আপনার জন্য ভালো হবে?

Airtel Vi Vodafone Idea 129 Prepaid Plans Compared

টেলিকম অপারেটর Airtel ও Vi নানান সময়ে দুর্দান্ত বেনিফিট নিয়ে আসে তাদের কাস্টমারদের জন্য। আজ জেনে নেব এই দুটি টেলিকম অপারেটরেরই 129 টাকার প্রিপেড প্ল্যানের ব্যাপারে। অবশ্যই জেনেনিন কে দিচ্ছে বেশি বেনিফিট। 

Airtel-এর 129 টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট

এয়ারটেলের 129 টাকায় প্রিপেড প্ল্যানে পেয়ে যাবেন মোট 1 GB ডেটার বেনিফিট। তারই সাথে থাকছে ট্রুলি আনলিমিটেড কলিং এর সুবিধা। পাওয়া যাবে মোট 300 টি SMS। সাথে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন (Amazon Prime Video Mobile Edition) ফ্রী ট্রায়াল পেয়ে যাবেন 30 দিনের জন্য। 

Wynk Music একদম বিনামূল্যে। যেখানে মিউজিক, হ্যালো ইটিউনস, লাইভ কনসার্ট থেকে শুরু করে পডকাস্ট সমস্ত কিছু শুনতে পারবেন। বিনামূল্যে আনলিমিটেড হ্যালো টিউন সেট করতে পারবেন। থাকবে এয়ারটেল এক্সট্রিম এর সুবিধা। যেখানে পাওয়া যাবে আনলিমিটেড মুভি, টিভি শো ইত্যাদি দেখার সুযোগ। এবার দেখা যাক ভোডাফোন-আইডিয়ার 129 টাকায় প্রিপেড প্ল্যানে কি বেনিফিট পাওয়া যায়। 

Vi-র 129 টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট

ভোডাফোন-আইডিয়ার (Vi) 129 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে মোট 2 জিবি ডেটা। তার সাথে থাকছে ট্রুলি আনলিমিটেড কলিংয়ের সুবিধা। সাথে থাকছে মোট 300 SMS। আর এই প্যাকটির ভ্যালিডিটি 24 দিন। 

কোন প্ল্যানটি আপনি বেছে নেবেন? 

দেখা যাচ্ছে এখানে ভোডাফোন-আইডিয়া 1 GB ডেটা আপনাকে বেশি প্রদান করছে। ভয়েস কলিং এর সুবিধা, এসএমএসের সুবিধা দুটোই সমস্ত ক্ষেত্রে একই রয়েছে। কিন্তু ডেটার ব্যাপারেই এগিয়ে রয়েছে ভোডাফোন-আইডিয়ার 129 টাকার প্যাকটি। 

জেনেনিন : দুর্দান্ত স্পেসিফিকেশন্স এর সাথে লঞ্চ হতে চলেছে Xiaomi Mi Band 6, জেনে নিন বিস্তারিত

কিন্তু অপর দিকে আবার এয়ারটেল এগিয়ে রয়েছে অ্যাডিশনাল বেনিফিটসের ক্ষেত্রে। কারণ এই প্ল্যানের সাথে এয়ারটেল প্রদান করছে অ্যামাজন প্রাইম মোবাইল ট্রায়াল 30 দিনের জন্য। তার সাথে Wynk Music, Free Hello Tunes আনলিমিটেড সেট করার অপশন থাকবে। তারসাথে এয়ারটেল এক্সট্রিম ব্যবহার করার সুবিধা এনে দিচ্ছে।

তাই এই ধরনের সুবিধা গুলো যদি আপনার প্রয়োজন থাকে। তাহলে আপনি নিঃসন্দেহে এয়ারটেলের প্ল্যান টিকে বেঁচে নিতে পারেন। না হলে আপনি ভোডাফোন-আইডিয়ার 129 টাকার প্ল্যান বেছে নিতে পারবেন। যেখানে আপনি 1 GB বেশি ডেটা পেয়ে যাবেন।