দারুন অফারের সাথে Oppo K10 ও Oppo Enco Air 2-এর সেল শুরু হচ্ছে আজই, মিস করবেন না

মাত্র কয়েকদিন আগেই Oppo-র পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল তার দুটো নতুন প্রোডাক্ট। একটি Oppo K10 স্মার্টফোন এবং তার সাথে Oppo Enco Air 2 নামে একটি TWS Earbuds। এই প্রোডাক্ট গুলির মধ্যে দুর্দান্ত স্পেসিফিকেশনস এবং ফিচারস উপলব্ধ রয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে এই প্রোডাক্টগুলোর প্রথম সেল। সেল শুরু হবে ফ্লিপকার্ট এর মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক এই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। তারই সাথে আমরা জেনে নেবো এর সেল টাইম, দাম এবং কি কি অফার রয়েছে সেগুলোও। 

Oppo Enco Air 2-এর স্পেসিফিকেশন্স

এই Earbuds এর মধ্যে রয়েছে 13.4mm Composite Titanized Diaphragm Driver। রয়েছে Bluetooth 5.2 কানেক্টিভিটির সুবিধা। রয়েছে Double-Tap, Triple Tap ট্যাচ এর মত গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স। খুব সহজেই Play/Pause থেকে শুরু করে ভলিউম বাড়ানো-কমানো, Skip Tracks, Wake Up Assistant এর মত সুবিধা উপভোগ করা যাবে। 

রয়েছে 94ms Low-Latency সিস্টেম। আরও রয়েছে AI Noise Cancellation ফিচার্স। এছাড়াও এটি AAC / SBC Codecs সমর্থনযোগ্য। একইসঙ্গে ডিভাইসটি IPX4 Water Resistance সম্পন্ন। এর ব্যাটারি একবার চার্জে দীর্ঘ 4 ঘন্টা মিউজিক উপভোগের সুবিধা দেয়। একইসঙ্গে চার্জিং কেসের সাথে সম্পূর্ণ 24 ঘন্টার ব্যাটারী লাইফ প্রদান করে। সবশেষে থাকছে USB Type-C চার্জিং পোর্ট।

দাম কত রাখা হয়েছে?

Oppo Enco Air 2 TWS Earbuds- এর দাম ঠিক করা হয়েছে 2,499 টাকা। এটি আমাদের দেশে Blue এবং White এই দুটি কালারে পাওয়া যাবে। 

OPPO K10 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এর মধ্যে থাকছে 2412×1080 Pixels রেজুলিউশন যুক্ত 6.59-Inch FHD+ LCD Display। একই সঙ্গে পাওয়া যাবে 90Hz Refresh Rate, 20:1:9 Aspect Ratio, Eye Comfort Mode ফিচার্স। স্মার্টফোনটি Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 680 Chipset দ্বারা পরিচালিত হবে। পাওয়া যাবে Android 11 ColorOS 11.1 আপডেট। ডিভাইসটি দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ রয়েছে। পাওয়া যাবে 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ। এছাড়াও প্রয়োজনে 5GB ভার্চুয়াল RAM-এর পাশাপাশি MicroSD Card ব্যবহারের সুবিধা রয়েছে। 

ক্যামেরা হিসাবে 50MP Primary Sensor সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আরও রয়েছে 16MP Sony IMX471 Sensor মাধ্যমে সেলফি তোলার সুযোগ। তাছাড়াও পাওয়া যাবে Panorama, Night, Expert Mode, Slow-Motion, Macro, Portrait, Time-Lapse, Sticker, Google Lens, Text Scanner প্রভৃতি অত্যাধুনিক সিস্টেম। 

একই সঙ্গে থাকছে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জার। তাছাড়াও রয়েছে Dual SIM, 4G VoLTE, Dual-Band Wi-Fi, GPS, Bluetooth 5.1, 3.5mm Audio Jack, Dirt & Scratch Resistance, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং USB Type-C পোর্ট। স্মার্টফোনের ওজন 189 গ্রাম এবং পরিমাপ 164.4×75.7×8.4mm।

জেনেনিন : Flipkart-এ শুরু হয়ে গেল Electronics Sale! বিভিন্ন প্রোডাক্টে রয়েছে হিউজ ডিসকাউন্ট, ভুলেও মিস করবেন না

দাম কত রাখা হয়েছে?

কোম্পানির তরফ থেকে OPPO K10 স্মার্টফোনের 6GB + 128GB মডেলের দাম নির্ধারণ করা হয়েছে 14,990 টাকা। একই সঙ্গে 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 16,990 টাকা। ডিভাইসটি Black Carbon এবং Blue Flame এই দুটি কালারে উপলব্ধ রয়েছে।

ডিসকাউন্ট অফার কেমন রয়েছে?

এর জন্য দারুন লঞ্চ বেনিফিট রাখা হয়েছে। যদি আপনি একজন SBI Credit/Debit Card গ্রাহক হয়ে থাকেন তবে সেক্ষেত্রে পাবেন 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাবেন Standard Charted এবং Bank Of Baroda Credit Card/EMI ট্রানজাকশনে 1000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট। 

অতিরিক্ত সুবিধা কেমন রয়েছে?

এছাড়াও স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে সম্পূর্ণ 1 বছরের জন্য পুরোপুরি বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন। তারই সাথে থাকছে 3 মাস No-Cost EMI সুবিধাও। 

কখন ও কোথায় শুরু হচ্ছে সেল? 

আজ দুপুরে ঠিক 12.30 থেকে এদের সেল শুরু হচ্ছে। কিনতে পাওয়া যাবে Flipkart ও Oppo-র অফিসিয়াল স্টোর থেকে।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!