BIS ওয়েবসাইটে দেখা পাওয়া গেল Realme GT Neo 3 স্মার্টফোনের, শীঘ্রই ভারতে লঞ্চ হবে, দেখেনিন খুঁটিনাটি এখনই

সম্প্রতি কিছুদিন আগেই Realme ব্র্যান্ড তাদের GT সিরিজের সর্বশেষ স্মার্টফোন হিসাবে Realme GT Neo 3 মডেল চীনে লঞ্চ করেছে। সদ্য BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা পাওয়া গেল Realme GT Neo 3 স্মার্টফোনের। যা থেকে পরিষ্কার যে শীঘ্রই ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ হবে। 

BIS ওয়েবসাইটে দেখা পাওয়া গেল Realme GT Neo 3 স্মার্টফোনের মডেল নাম্বার

Bureau Of Indian Standards (BIS) পোর্টালে Realme GT Neo 3 স্মার্টফোনের মডেল নাম্বার RMX3561 প্রকাশিত হয়েছে। একই সঙ্গে BIS ওয়েবসাইটের পাশাপাশি স্মার্টফোনটি SIRIM ওয়েবসাইটেও তালিকাভুক্ত হয়েছে। যা থেকে ডিভাইসটির সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং লঞ্চ ডেট জানতে পারা গেছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

Realme GT Neo 3 সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

সূত্র মারফত জানা গেছে নতুন এই Realme GT Neo 3 স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে থাকছে Standard Variant এবং UltraDart Variant। উভয় মডেলে সম্ভাব্য পাওয়া যাবে 6.7-Inch FHD+ AMOLED Display। একই সাথে রয়েছে HDR10+ এবং 120Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মতো উপস্থিত থাকছে লেটেস্ট Mediatek Dimensity 8100 Chipset।

জেনেনিন : Flipkart-এ শুরু হয়ে গেল Electronics Sale! বিভিন্ন প্রোডাক্টে রয়েছে হিউজ ডিসকাউন্ট, ভুলেও মিস করবেন না

ডিভাইসটি Android 12 RealmeUI 3.0 আপডেট দ্বারা পরিচালিত হবে। স্টোরেজ হিসাবে ইনক্লুড রয়েছে 8GB/12GB LPDDR5 RAM এবং 128GB/256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি থাকছে OIS বিশিষ্ট 50MP Sony IMX766 Main Sensor, 8MP Ultrawide Snapper এবং 2MP Macro Camera যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। আরও পাবেন 16MP সেলফি ক্যামেরা।

এবার চার্জিং বেনিফিটের দিকে নজর রাখা যাক। স্মার্টফোনের Standard Variant-এ থাকছে 80W ফাস্ট চার্জিং সুবিধা সহ 5,000mAh ব্যাটারি। অপরদিকে UltraDart Variant-এ পাওয়া যাবে 4,500mAh ব্যাটারি। যেখানে উপস্থিত রয়েছে 150W ফাস্ট চার্জার। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে মাত্র 5 মিনিটে স্মার্টফোনটি 50% চার্জ হতে সক্ষম। সত্যিই নিঃসন্দেহে এটি একটি ভালো ফিচারস।

দাম কত হতে পারে?

Realme GT Neo 3 স্মার্টফোনের Standard ভেরিয়েন্টের 6GB/128GB স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে CNY 1,999 থেকে। যেখানে UltraDart ভেরিয়েন্টের দাম শুরু হবে CNY 2,599 থেকে CNY 2,799 মূল্য অবধি। 

কালার ভেরিয়েন্টে কেমন হবে?

আমাদের দেশে স্মার্টফোনটি সম্ভাব্য Silverstone Silver, Le Mans Blue এবং Black এই তিনটে কালার অপশনে উপলব্ধ হবে। যদিও সঠিক কালার ভেরিয়েন্ট স্মার্টফোনটি লঞ্চের পরেই জানা সম্ভব হবে।

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে তা নিয়ে সংস্থার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে Tipster Abhishek Yadav দাবি করেছেন ডিভাইসটি আমাদের দেশে এপ্রিল বা মে মাস নাগাদ লঞ্চ হতে পারে। নতুন এই স্মার্টফোন নিয়ে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!