লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল OnePlus Nord 2T স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য, রয়েছে অবাক করা স্পেসিফিকেশন্স, এক নজরে দেখেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু

oneplus nord 2 what we know so far
প্রতীকী ছবি

সম্প্রতি 91মোবাইলস OnePlus Nord 2T স্মার্টফোনের ডিজাইন বিশেষভাবে টিজ করে চলেছিল। তবে এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে অফিশিয়াল লঞ্চের আগেই Tipster Yogesh Brar স্মার্টফোনের স্পেসিফিকেশন্স ফাঁস করেছেন। জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে।

OnePlus Nord 2T সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যেতে পারে 6.43-Inch FHD+ AMOLED Display। একই সাথে থাকছে 90Hz Refresh Rate। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Dimensity 1300 Processor। একই সঙ্গে স্টোরেজ হিসাবে পাবেন 8GB/12GB LPDDR4x RAM এবং 12GB/256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ।

জেনেনিন : BIS ওয়েবসাইটে দেখা পাওয়া গেল Realme GT Neo 3 স্মার্টফোনের, শীঘ্রই ভারতে লঞ্চ হবে, দেখেনিন খুঁটিনাটি এখনই

শোনা যাচ্ছে স্মার্টফোনটি Android 12 OxygenOS 12 উপর নির্ভর করে চালিত হবে। এছাড়াও পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে OIS সহ 50MP Sony IMX766 Primary Sensor, 8MP Ultrawide Lens এবং 2MP Monochrome Sensor। তাছাড়াও অসাধারণ 32MP ফ্রন্ট ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সুযোগ তো থাকছেই। 

এখানেই শেষ নয় থাকতে পারে 4,500mAh ব্যাটারি। একই সঙ্গে পাওয়া যাবে 80W SuperVOOC চার্জিং বেনিফিট। আরও রয়েছে Stereo Speakers, GPS, Alert Slider, Dual-Band Wi-Fi, USB Type-C পোর্ট, Bluetooth 5.1, Light Sensor, Proximity Sensor, Accelerometer, Compass, Gyroscope, 5G এবং 4G LTE কানেক্টিভিটি সুবিধা। 

লঞ্চ Date কবে?

এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা নিয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে লঞ্চ হবে। লঞ্চের পরেই স্মার্টফোনের দাম এবং কালার ভেরিয়েন্ট জানা যাবে। 

নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কি ভাবছেন? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!