সাবধান! এখুনি আনইনস্টল করেদিন এই ক্ষতিকারক অ্যাপ্লিকেশন! নাহলে বিপদ, জানাচ্ছে গুগল

বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজনে নানান ধরনের অ্যাপ্লিকেশন আমাদের ব্যবহার করে চলতে হয়। এবং এই অ্যাপ্লিকেশন গুলো থেকে দুর্দান্ত সংস্থা বেনিফিট পাওয়া যায় সে কথা আর বলতে হয় না। কিন্তু এমন অনেক অ্যাপ্লিকেশন এই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে রয়েছে, যেগুলো থেকেই আমাদের আবার সাংঘাতিক রকমের ক্ষতি হয়ে যেতে পারে। অতি সম্প্রতি এমনই এক অ্যাপ্লিকেশনের খোঁজ পাওয়া গেল। যে অ্যাপ্লিকেশন আদতে ভালো অ্যাপ্লিকেশনের ছদ্মবেশে আমাদের অনেক তথ্য লোপাট করে নিচ্ছিল। তাই অবশ্যই এই অ্যাপ্লিকেশন সম্পর্কে সচেতন হয়ে যান।

এখুনি আনইন্সটল করেদিন এই অ্যাপ্লিকেশন

যে অ্যাপ্লিকেশন সম্পর্কে বলব সেটা বেসিক্যালি একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের নাম ক্রাফটসর্ট কার্টুন ফটো টুলস(Craftsart Cartoon Photo Tool)। জানা যাচ্ছে ফেসবুকের লগিন ক্রেডেনশিয়ালস ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনটিতে লগইন করা যেত। এবং এইখানেই শুরু হতো এই অ্যাপ্লিকেশনের আসল খেলা।

জেনেনিন : Flipkart-এ শুরু হয়ে গেল Electronics Sale! বিভিন্ন প্রোডাক্টে রয়েছে হিউজ ডিসকাউন্ট, ভুলেও মিস করবেন না

লগইন করলে নির্দিষ্ট পেজে যাওয়ার পরিবর্তে অজানা রাশিয়ান সার্ভারের সাথে সংযোগ ঘটাতো এই অ্যাপ্লিকেশন। এবং তার সাথে ইউজারদের যাবতীয় ফেসবুকের ক্রেডেনশিয়াল সংগ্রহ করে তো নিতোই। তারই সাথে ক্রেডিট কার্ডের তথ্য, আপনি কি কি সার্চ করছেন সেই সব বিষয় গুলো, এমনকি আপনার মেসেজের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ছবি-ভিডিও মত সেন্সিতিভ ইনফর্মেশন চলে যেত তাদের কাছে। অর্থাৎ প্রকৃত পক্ষে এই অ্যাপ্লিকেশন একটি ট্রোজান(Trojan)।

গুগল এর পক্ষ থেকে জানানো হচ্ছে 1 লাখের বেশি বার ডাউনলোড করা হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটি তাদের প্লে স্টোর (Google Play Store) থেকে। গুগল ইতিমধ্যেই এই অ্যাপ্লিকেশনটিকে ব্যান করে দিয়েছে তাদের প্লে স্টোর থেকে। তাই আপনার স্মার্টফোনে যদি এই এপ্লিকেশনটি ইন্সটল করা থাকে, এক্ষুনি ইন্সটল করে দিন সেটিকে। আর বিপদ থেকে বাঁচুন।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!