সম্প্রতি শোনা যাচ্ছে OnePlus ব্র্যান্ড খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে OnePlus Buds Pro-এর আরও একটি নতুন কালার ভেরিয়েন্ট। অর্থাৎ একথা পরিষ্কার যে গ্রাহকদের চাহিদার উপর দৃষ্টি রেখেই সংস্থার এমন এই সিদ্ধান্ত। চলুন সময় নষ্ট না করে এখনই সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
Table of Contents
লঞ্চ হতে চলেছে OnePlus Buds Pro Radiant Silver কালার ভেরিয়েন্ট
সদ্য ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon সাইটে OnePlus Buds Pro নতুন Radiant Silver কালার ভেরিয়েন্ট টিজ হয়েছে। যা থেকে বোঝা যায় যে ইন্ডিয়ান মার্কেটে এটি শীঘ্রই লঞ্চ হবে। একই সাথে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট OnePlus.In-সাইটেও প্রোডাক্টটি তালিকাভুক্ত হয়েছে।
OnePlus Buds Pro Radiant Silver স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?
নতুন এই TWS Earbuds এর ফিচার্স কেমন হবে তা জানা না গেলেও যদি আমরা পূর্বে লঞ্চ হওয়া OnePlus Buds Pro দিকে নজর রাখি, তাহলে বলা যায় এর মধ্যে থাকতে পারে 11mm Dynamic Drivers। একই সাথে রয়েছে Dolby Atmos Audio ফেসিলিটি। এছাড়াও এটি AAC, SBC, LHDC এবং AptX Codec সমর্থন যোগ্য।
এখানেই শেষ নয় রয়েছে Active Noise Cancellation সাপোর্ট সিস্টেম। যা এক্সট্রিম মোডে 40dB এবং অ্যাম্বিয়েন্ট মোডে 25dB পর্যন্ত Noise Cancellation অফার করে। তারই সঙ্গে ANC Off থাকার ক্ষেত্রে 38 ঘন্টার ব্যাটারি লাইফ এবং ANC On থাকার সময় 28 ঘন্টার ব্যাটারি পারফরম্যান্স দেয়।
এছাড়াও এরমধ্যে ইনক্লুড থাকছে Warp Charge Technology। যা মাত্র 10 মিনিটের চার্জে 10 ঘন্টা মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। চার্জিং কেসটি Qi Standard উপর ভিত্তি করে Wireless চার্জিংয়ের জন্যও প্রস্তুত। আরও রয়েছে IP55 Dust এবং Water Resistance সুবিধা। যেখানে চার্জিং কেসের ক্ষেত্রে শুধু পাবেন IPX4 Water প্রটেকশন।
দাম কত হতে পারে?
আমাদের দেশে OnePlus Buds Pro Radiant Silver- এর দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে যদি আমরা ভারতের বাজারে আগে লঞ্চ হওয়া Glossy White এবং Matte Black এই দুটি কালার অপশনের সাথে তুলনা করি তাহলে নতুন এই কালার ভেরিয়েন্টের দাম হতে পারে 9,990 টাকা।
লঞ্চ Date কবে?
সঠিক লঞ্চ ডেট জানা না গেলেও Amazon-এর তরফ থেকে দাবি করা হয়েছে এটি OnePlus 10 Pro স্মার্টফোনের সাথে লঞ্চ হবে। তাই আমরা আশা রাখতে পারি আগামী 31 শে মার্চ ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে এই ডিভাইস। OnePlus Buds Pro নতুন কালার ভেরিয়েন্ট নিয়ে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!