আজ থেকেই শুরু হচ্ছে Infinix Note 11S-এর প্রথম সেল, দেখেনিন দাম, অফার ও স্পেসিফিকেশন্স সম্পর্কে বিস্তারিত

গত সপ্তাহেই ইনফিনিক্স এর পক্ষ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছিল। একটা Infinix Note 11 ও অপরটি Infinix Note 11S। আজ রয়েছে এই Infinix Note 11S স্মার্টফোনটির প্রথম সেল। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সেল টাইম, দাম এবং তার সাথে কি কি অফার রয়েছে সেই বিষয়ে বিস্তারিত ভাবে। তারই সাথে জেনে নেব এর ফিচার্স ও স্পেসিফিকেশন্স এর ব্যাপারেও।  

Infinix Note 11S-এর সেল টাইম এবং দাম 

Infinix Note 11S দুটি ভেরিয়েন্টে উপলব্ধ থাকছে আমাদের দেশের বাজারে। একটা 6GB-128GB ভেরিয়েন্ট এবং অপরটি 8GB-128GB ভেরিয়েন্ট। 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 12,999 টাকা। আর তার সাথে 8GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। আজই দুপুর 12 টা থেকে ফ্লিপকার্ট এর মাধ্যমে কেনা যাবে এই দুটো ভেরিয়েন্ট।

এবার দেখে নেয়া যাক এর অফার সম্পর্কে। আপনার কাছে যদি SBI ক্রেডিট কার্ড থাকে তাহলে 10% অফ পেয়ে যাবেন 1,000 টাকা পর্যন্ত। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে 5% আনলিমিটেড ক্যাশব্যাক এর সুবিধা পাচ্ছেন আপনি।

এছাড়াও বেশ কিছু অফার আনা হয়েছে তাদের পক্ষ থেকে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাংক, এসবিআই কার্ড এবং মুভি কুইক এর মাধ্যমে Amex Network Card-এ 20% অফ পাবেন প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে। প্রথম ফ্লিপকার্ট পেলেটার অর্ডারের ক্ষেত্রে 100 টাকার অফ পেয়ে যাবেন। এছাড়াও আরও বেশ কিছু অফার রয়েছে। এবার দেখে নেওয়া যাক Infinix Note 11S এর ফিচারস ও স্পেসিফিকেশন্স সম্পর্কে। 

Infinix Note 11S এর ফিচারস ও স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনে রয়েছে 6.95-Inch IPS LCD Display। একই সঙ্গে থাকছে 91% Screen To Body Ratio, 120Hz Refresh Rate এবং 180Hz Touch Sampling Rate সুবিধা। স্মার্টফোনটি MediaTek Helio G96 Chipset দ্বারা পরিচালিত। 

ক্যামেরা হিসাবে পাওয়া যাবে LED ফ্ল্যাশ যুক্ত 50MP Primary Sensor, 2MP Macro Lens এবং 2MP Depth Sensor। তারই সাথে পাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও থাকছে 5000mAh ব্যাটারি। একই সঙ্গে 33W ফাস্ট চার্জিং সুবিধা তো রয়েছেই।