25 শতাংশ দাম বাড়িয়ে দেওয়া হল Airtel Prepaid Plan-এর, দেখে নিন এখন কত টাকা দিতে হবে, দুঃখের খবর এয়ারটেল ইউজারদের জন্য

Airtel Prepaid Plans Price Hiked
Airtel Prepaid Plans Price Hiked by 25%

ভারতে অন্যতম জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক এয়ারটেল (Airtel)। এই নেটওয়ার্কের ইউজারের সংখ্যা কম নয়। তবে এবার সকলকে হতাশ করে দিয়ে 25 শতাংশ পর্যন্ত তাদের প্রিপেড প্ল্যান এর দাম বাড়িয়ে দিল এয়ারটেল। ট্যারিফ ভয়েস প্রিপেড প্ল্যান, আনলিমিটেড ভয়েস প্রিপেড প্ল্যান এবং তারই সাথে ডেটা টপ আপ প্ল্যানের ক্ষেত্রে 25 শতাংশ পর্যন্ত দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

তারই সাথে আনলিমিটেড ভয়েস বান্ডেল প্যাক এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 20 শতাংশ। ফলে দেশের অন্যান্য টেলিকম নেটওয়ার্ক আসলোনা এয়ারটেল প্রিপেড প্ল্যান গুলোর দাম ভালো রকমই বেড়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যান গুলোর বর্তমান দাম কত হল।  

কোন প্ল্যানের দাম কত ছিল আর বেড়ে কত হল? 

এয়ারটেলের 79 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করে দেওয়া হয়েছে 99 টাকা। যার মধ্যে 99 টাকার টকটাইম পাওয়া যাবে, 200MB Data পাওয়া যাবে। আর এই প্ল্যানের ভ্যালিডিটি হল 28 দিন।

এর পর 149 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 179 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর সুবিধা। তার সাথে 100 টি এসএমএস এবং 2 জিবি ডেটা। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।

219 টাকার আগের প্ল্যান্টের দাম এখন বাড়িয়ে করা হল 265 টাকা। এর মধ্যে আনলিমিটেড কলিং এর বেনিফিট পাওয়া যাবে। সাথে থাকছে 100 টা এসএমএস এর বেনিফিট। তার সাথে প্রত্যেকদিন 1GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যান্টের ভ্যালিডিটি 28 দিন। 

এবার 249 টাকা প্ল্যানের ব্যাপারে দেখে নেওয়া যাক। এই প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 299 টাকা। এর মধ্যেও আনলিমিটেড কলিং, 100 টি SMS এবং প্রত্যেকদিন 1.5GB করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।  

এয়ারটেল 298 টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে করা হয়েছে 359 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট, 100 টি SMS এবং প্রত্যেকদিন পাওয়া যাবে 2 GB করে ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

এবার আসা যাক 399 টাকার প্রিপেড প্ল্যান এর ব্যাপারে। এর দাম বাড়িয়ে করা হয়েছে 479 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। তার সাথে 100 টি SMS এবং প্রত্যেকদিন 1.5GB করে ডেটা থাকছে। প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।  

449 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 549 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। প্রতিদিন 100 টি SMS এবং প্রত্যেকদিন 2 GB করে ডেটা। এর ভ্যালিডিটি 56 দিন।  

জেনেনিন : 23 টি অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া গেল ক্ষতিকারক PhoneSpy Malware, আপনার অজান্তেই লুকিয়ে আপনার ছবি-ভিডিও থেকে শুরু করে লোকেশন সমস্ত কিছুই একসেস করছে এরা

379 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 455 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। তার সাথে 100 টি এসএমএস এবং মোট 6 জিবি ডেটা থাকছে। প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

এর পর 598 টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে করা হয়েছে 719 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। তার সাথে 100 টি SMS এবং প্রত্যেকদিন 2 GB করে ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। 

698 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 839 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। তার সাথে 100 টা SMS, 2 GB করে ডেটা পাওয়া যাবে প্রত্যেক দিনের জন্য। এই প্ল্যান্টের ভ্যালিডিটি 84 দিন।

এবার আসা যাক 1498 টাকার প্ল্যানের ব্যাপারে। 1498 টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে করা হয়েছে 1799 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। তার সাথে 100 টি SMS এবং মোট 24 GB ডেটা। এর ভ্যালিডিটি 365 দিন। 

এয়ারটেলের সবথেকে দামি প্ল্যান অর্থাৎ 2498 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 2999 টাকা। এর মধ্যে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর বেনিফিট। তার সাথে 100 টি SMS এবং প্রত্যেকদিন 2 GB করে ডেটা। এর ভ্যালিডিটিও 365 দিন।  

এখানেই শেষ নয় এয়ারটেলের ডেটা টপআপের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

এয়ারটেলের ডেটা টপআপের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।   

48 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 58 টাকা। যার মধ্যে পাওয়া যাবে 3 GB ডেটা। 98 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 118 টাকা। যার মধ্যে থাকছে 12 GB ডেটা। তার সাথে 251 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে 301 টাকা। এর মধ্যে থাকবে 50 GB ডেটা।

এয়ারটেলের এই প্রিপেড প্ল্যান গুলোর নতুন দামের প্রয়োগ শুরু হবে আগামী 26 তারিখ থেকে। তাই এর মধ্যে যদি আপনি কোন মূল্যের রিচার্জ করে নিতে চান করে নিতে পারবেন আগের কম দামেই। এয়ারটেল এই দাম বাড়িয়ে দেওয়ার পর আশা করা যায় অন্যান্য টেলিকম অপারেটর গুলোও তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেবে। তবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর নেই। 

এই দাম বৃদ্ধির রীতিমতো খারাপ খবর সকল এয়ারটেল কাস্টমারদের জন্য। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।