Samsung লঞ্চ করে দিল Samsung Galaxy A22 5G ও Samsung Galaxy A22 4G, দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন্স ও দাম

samsung galaxy a 22 5g and samsung galaxy a22 4g variant launched check out its specifications and price

সম্প্রতি ইউরোপে Samsung কোম্পানি Galaxy A-series এর দুটি স্মার্টফোন লঞ্চ করে দিল। সেগুলি হল Samsung Galaxy A22 5G এবং Galaxy A22 4G। আমরা যখন কোন স্মার্টফোন কেনার কথা ভাবি তখন আমরা স্মার্টফোনের স্পেসিফিকেশন এর ওপর নজর রাখি। চলুন এক নজরে এই দুইটি স্মার্টফোনের স্পেসিফিকেশনস দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A22 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স

Samsung Galaxy A22 5G রয়েছে 6.6-inch full-HD+ display। একই সাথে এই স্মার্টফোনে আপনি পাবেন 90Hz refresh rate। প্রসেসর এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 প্রসেসর। Samsung Galaxy A22 5G রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যেখানে 48-megapixel primary sensor, 5 MP ultra-wide-angle এবং 2-megapixel depth sensor রয়েছে। একই সাথে 8 MP সেলফি ক্যামেরা রয়েছে। 

এছাড়াও side-mounted fingerprint স্ক্যানার রয়েছে।  এটিতে আপনি পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে  15W fast charging এর সুবিধা। এর ওজন 203 গ্রাম।

Samsung Galaxy A22 5G (4GB+64GB) দাম EUR 229 (ভারতীয় মুদ্রায় 20,300 টাকা) এবং (4GB+128GB) দাম EUR 249 ( ভারতীয় মুদ্রায় 22,100 টাকা)। এছাড়াও স্মার্টফোনটি (6GB+128GB) এবং (8GB+128GB) স্টোরেজ কনফিগারেশনেও পাওয়া যাবে। তবে সে ক্ষেত্রে এর দাম কত হবে তা এখনও নির্দিষ্টভাবে বলা হয়নি। European মার্কেটে Grey, Mint, Violet, and White এই কয়েকটি রঙে এই ফোনটি উপলব্ধ।

Samsung Galaxy A22 4G স্পেসিফিকেশন্স

Samsung Galaxy A22 4G তে রয়েছে 6.4-inch HD+ Super AMOLED ডিসপ্লে। একই সাথে এই স্মার্টফোনে আপনি পাবেন 90Hz refresh rate। প্রসেসর এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G80 প্রসেসর। Samsung Galaxy A22 4G রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ। যেখানে 48-megapixel primary sensor, 8MP ultra-wide-angle, 2-megapixel depth sensor এবং 2MP macro shooter রয়েছে।

জেনে নিন : মাত্র 7500 টাকা দিয়ে Realme নিয়ে আসতে চলেছে 5G স্মার্টফোন, অবিশ্বাস্য ঘোষণা করলেন মাধব সেঠ

একই সাথে 13 MP selfie ক্যামেরা রয়েছে। এছাড়াও side-mounted fingerprint scanner রয়েছে।  এটিতে আপনি পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি, সাথে থাকছে 15W fast charging এর সু-সুবিধা। এটির ওজন 186 গ্রাম। এই স্মার্টফোনটি আপনি 3 টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে 4GB+64GB, 4GB+128GB এবং 6GB+128GB। এ স্মার্টফোনটির দাম সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে জানা গেছে Black, Mint, Violet এবং White রঙে এই ফোনটি উপলব্ধ হবে।