Battlegrounds Mobile India থাকছে UAZ ভেহিক্যাল, নতুন টিজারে পাওয়া গেল প্রমান

battlegrounds mobile india will have uaz vehicle same as pubg mobile new teaser reveals

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লঞ্চের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি আমরা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রি-রেজিস্ট্রেশন। এবার ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া থেকে আরেকটি পোস্ট করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে। যেটাতে আমরা দেখতে পাচ্ছি UAZ ভেহিক্যাল রয়েছে। অর্থাৎ পাবজি মোবাইল এর মতই এই গেমেও উপস্থিত থাকবে এই ধরনের ভেহিক্যাল। 

Battlegrounds Mobile India-র নতুন পোস্টে রয়েছে UAZ ভেহিক্যাল 

আজই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তরফ থেকে তাতের সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট করে দেওয়া হয়েছে। যেখানে একটি ভিডিও টিজার শেয়ার করেছে তারা। মাত্র 15 সেকেন্ডের এই ভিডিওতে ফ্যানদের জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কি মনে আছে? এবং তারপর এই UAZ ভেহিক্যালের বিভিন্ন ঝলক দেখানো হচ্ছে। তারপরে আবার বলা হয়েছে Erangel এর পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানো কি খেয়াল আছে? যা দেখে রীতিমত রোমাঞ্চিত সকল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাভাররা। এই পোস্টটি দেখে নিন এখানে-

অর্থাৎ এটা নিশ্চিত হয়ে গেল পাবজি মোবাইলে Eranzel ম্যাপে যেমন আমরা UAZ ভেহিক্যাল ব্যবহার করতে পারতাম। তেমনই নতুন এই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ায় এইরকমই UAZ ভেহিক্যাল আমরা পেয়ে যাব। 

জেনে নিন : Battlegrounds Mobile India-তে কি কি বিষয় থাকবে? এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি?

গতকালই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া জানিয়েছিল ইতিমধ্যে দু’কোটি pre-registration হয়ে গেছে এই গেমের। যেটাও রীতিমতো হতবাক করা একটি খবর। শোনা যাচ্ছে এই গেমটি লঞ্চ হবে জুন মাসের 18 তারিখে অর্থাৎ pre-registration শুরু হওয়ার ঠিক এক মাসের মধ্যেই। সমস্ত কিছু নিয়ে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার আসর এখন জমজমাট।

আর পাবজি মোবাইলের মত রীতিমতো অনেক সিমিলার ফিচার দেখতে পাচ্ছি আমরা এরমধ্যে। তবে এখনো পর্যন্ত iOS প্ল্যাটফর্ম এর জন্য এই গেম রিলিজ কবে করা হবে সেটা জানানো হয়নি। এত কিছুর মধ্যেই নতুন গেমে পুরানো ভেহিক্যাল খুঁজে পেয়ে অপেক্ষার আগুনে ঘৃতাহুতি পড়ল সকলের।