অ্যামাজন ও ফ্লিপকার্টের ক্লোন তৈরি করে স্ক্যাম করছে বেশ কিছু সংস্থা, বাঁচবেন কিভাবে ?

আমাদের প্রত্যাহিক জীবনে অনলাইন শপিং একটি দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছে। ই-কমার্স কোম্পানিগুলি বিপুল পরিমাণ ডিসকাউন্ট দেয়ার কারণে অনেক মানুষই এখন ঝুঁকেছেন অনলাইন শপিং এর দিকে।

আর লকডাউন থেকে অনলাইন কেনাকাটার চাহিদা এতই বেড়েছে, তার সুযোগ নিয়ে অ্যামাজন ও ফ্লিপকার্টের ক্লোন তৈরি করে স্ক্যাম করছে বেশ কিছু সংস্থা।

কি করে হচ্ছে এই স্ক্যাম ?

ক্লোন ওয়েবসাইটগুলোতে লোভনীয় দামে বেশ কিছু নামী দামী কোম্পানির মোবাইল ফোনের ফেক সেল দেখানো হচ্ছে।

আইফোন ইলেভেন এর মত ফোন গুলোকে প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার দামের মধ্যে ফেক সেল দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটে।

অনেক মানুষই এর ফলে এই ফাঁদে পা দিচ্ছেন এবং তারা সেই টাকাটি পে করে দিচ্ছেন।

তারপরই দেখা যাচ্ছে সেই ওয়েবসাইটের আর কোনো অস্তিত্ব নেই এবং সেই টাকারও কোনো অস্তিত্ব নেই অর্থাৎ সেই টাকা গেল জলে, ফোন ও আসবেনা।

সেই টাকা আপনি ফেরত পাবেন কিনা সেই বিষয়ে ও সংশয় রয়েছে।

কিভাবে বাঁচবেন এই স্ক্যামের হাত থেকে?

1.আপনি ক্রোম ব্রাউজারের মত কোন শিকিওর ব্রাউজারে যখন ব্রাউজিং করেন তখন দেখবেন যে যদি রিয়েল সাইট হয় সে ক্ষেত্রে সেই ব্রাউজারের এড্রেস বারে একটি তালার মতো চিহ্ন থাকে অর্থাৎ আপনার ব্রাউজারে সিকিওর।

আপনি যখনই দেখবেন যে ওই তালার চিহ্নের বদলে একটি উল্টো বিস্ময়সূচক চিহ্ন এর মত কিছু আসছে তখনই বুঝবেন যে এটি কোন রিয়েল সাইট নয়।

2. 95% ডিসকাউন্ট কিভাবে কোনো কোম্পানি দিতে পারে সেটা ভেবে দেখতে হবে আপনাকে, লোভের ফাঁদে পা দিতে গেলে হবেনা।

3. ফ্লিপকার্ট বা আমাজনের অরিজিনাল অ্যাপটি ইউজ করে সেই অফারটি ভেরিফাই করে দেখে নিতে পারেন যে ওরম কোনো অফার আছে কিনা।

4.ওই ইউআরএল গুলি খোলার সময় লক্ষ্য রাখবেন যে ফ্লিপকার্ট বা আমাজনের বানানের ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি দেখা যাবে, তখনই হতে হবে সাবধান।

5. হঠাৎ করে কোন সংস্থাকে পে করার আগে দশবার ভাববেন। কোন প্রকার পার্সোনাল ডেটা আপনি ওখানে লিক করবেন না।

6. যদি কোনদিন ভুলবশত স্ক্যামের শিকার হন সঙ্গে সঙ্গে আপনি কনজিউমার ফোরাম বা ওরকম কোন সংস্থায় অভিযোগ জানান , সময় নষ্ট করবেন না। তাতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হতে পারে।

আরও জানুন : এবার বিটকয়েন স্ক্যামে হ্যাক হল বিল গেটস, জেফ বেজোস এবং অন্যান্য মেজর টুইটার অ্যাকাউন্ট !

অবশ্যই সাবধান হয়ে যান। দিন বদলের সাথে সাথে নানান ধরনের স্কামের পরিমাণ বেড়েই চলেছে। এই সমস্ত বিষয় গুলি অনলাইনে কেনার সময় অবশ্যই মনে রাখবেন !