শাওমি বিশ্বব্যাপী লঞ্চ ইভেন্টে বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট রিভিল করেছে, এর মধ্যে রয়েছে এমআই টিভি স্টিক, এমআই ব্যান্ড 5 এবং এমআই ওয়্যারলেস ইয়ারফোন 2।
শাওমি দাবি করলেও যে এগুলি একদম নতুন প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট গুলি অনেক আগেই চায়নাতে রিলিজ হয়ে গিয়েছিল।
এমআই টিভি স্টিক
চলুন দেখে নেওয়া যাক কি কি বিশেষ সুবিধা থাকবে এতে !
পোর্টেবল স্ট্রিমিং ডিভাইস হিসাবে বাজারে আনা হল এই ডিভাইসটি। ডিভাইসটি একটি ছোট Dongle। নেটফ্লিক্স ও আমাজান প্রাইম ভিডিও প্রি-ইনস্টলড থাকবে এতে। কোয়াড-কোর সিপিইউ, 1 জিবি র্যাম এবং 8 জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন এই ডিভাইসে। ডিভাইসটি তে 1080p ভিডিও আউটপুট এবং ডলবি এবং ডিটিএস সারাউন্ডিং সাউন্ডের সাপোর্ট রয়েছে।
দাম EUR 39.99 (মোটামুটি 3,400 টাকা)। ফার্স্ট সেল প্রাইস 2,600 টাকা।
এমআই ব্যান্ড 5
লেটেস্ট শাওমি এমআই ব্যান্ডটি আরও বড় 1.1-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আসে। শাওমি দাবি করেছে যে এনএফসি ভেরিয়েন্টটি 14 দিনের ব্যাটারি লাইফ সরবরাহ করবে। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টটি একবার চার্জে 20 দিন পর্যন্ত চলে। ফিটনেস ট্র্যাকারে একটি হার্ট রেট সেন্সর রয়েছে এবং এমনকি একটি নতুন হেলথ মোড রয়েছে। এই মোডটি মহিলা ব্যবহারকারীদের তাদের মেন্সটিউরাল ট্র্যাক করতে হেল্প করবে যা একটি দুর্দান্ত ফিচার।
আপনি এর মাধ্যমে কল রিসিভ করতে পারবেন, সাউন্ড কমান-বাড়ানো করতে পারবেন, এনএফসি সাপোর্ট আছে এতে। ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। এটি স্লিপ ট্রাকিং ডিভাইস হিসেবেও আপনার সহায়তা করে যাবে।
দাম হবে মোটামুটি 2,399 টাকা।
শাওমি এমআই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 2 বেসিক :
এটি মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 2 লাইন-আপের একটি নতুন মডেল। ইয়ারবাডগুলিতে ব্লুটুথ 5.0,গুগল এসিস্ট্যান্ট এর সাপোর্ট আছে।
কেসসহ, মোট 20 ঘন্টা ব্যাটারি লাইফ পাবেন। রয়েছে ইউএসবি type-c সাপোর্ট এবং নয়েস ক্যান্সলেশন মত অত্যাধুনিক ফিচার।
দাম হবে 3,400 টাকা মতো।