সিকিওর ব্রাউজার সম্পর্কেও চাঞ্চল্যকর দাবি, বিপাকে ডাকডাকগো

আমাদের কারোই জানতে বাকি নেই ডাকডাকগো একটি খুবই সিকিউর ব্রাউজার। এমনকি টুইটারের CEO নিজেও এই ব্রাউজারে রেকমেন্ড করেছেন এবং বলেছেন গুগল ক্রোমের থেকেও ব্রাউজার আরো বেশি সিকিওর।

কিন্তু একজন এথিক্যাল হ্যাকার ডাকডাকগো সিকিউর ব্রাউজার সম্বন্ধে করলেন এক চাঞ্চল্যকর দাবি।

Cowreth দাবি করলেন যে ডাকডাকগো ইউজারের পারমিশন ছাড়াই তাদের ব্রাউজিং হিস্ট্রি থেকে আরম্ভ করে নানা তথ্য ব্যবহার করে।

তিনি জানান যে এন্ড্রয়েড মোবাইলে যে ডাকডাকগো ব্রাউজার আছে তার ক্ষেত্রে এই ফেলিওর চোখে পড়েছে।

এর আগে গুগল ক্রোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে গুগল ক্রোম ইনকগনিটো মোডে ইউজার এর সমস্ত তথ্য নজরে রাখে।

আগের বছর জুলাই মাসে ওই সংস্থা জানিয়েছে যে তাদের সহজেই বিশ্বাস করা যায় কারণ তাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা কোনো তথ্য সংগ্রহ করে না আর শেয়ার করে না।

তারা অল্প কিছু তথ্য সংগ্রহ করে ঠিকই যাতে তাদের ব্রাউজারটিকে পার্সোনালাইজড করতে সুবিধা হয়।

আরও জানুন : দেখে নিন ভোডাফোন-আইডিয়া, জিও ও এয়ারটেলের বিপুল পরিমাণ নেট সমৃদ্ধ প্যাকগুলি !

ডাকডাকগো এর প্রধান কর্তা অবশ্য অভিযোগটিকে মেনে নিয়েছেন এবং বলেছেন এটি তাদের একটি গ্লিচ,তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করে দেবে।