তাহলে কি আবার ফিরে আসবে টিকটক ?

একথা এখন কারোরই অজানা নয় যে ভারত সরকার টিকটক সহ মোট 59 টি চিনা অ্যাপ্লিকেশন কে ব্যান করার অনুমতি দিয়ে দিয়েছে। আর তার ফলে ইতিমধ্যে প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনগুলি কে । 

ভারত সরকার শুধুমাত্র সেটা করেই শান্ত থাকেনি। নানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ গুলিকে ব্লক করে দিতে। আর তারই সাথে তাদের দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ গুলির ওয়েব লিংক ও আইপি এড্রেসও। 

যার ফলে সেই অ্যাপ গুলিকে ব্যান করতে সুবিধা হবে কোম্পানি গুলির। 

আবার ফিরে আসবে টিকটক ?

তবে ইতিমধ্যে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেটা হল এই বিষয়ে টিকটকের বক্তব্য।

তাদের মতে ভারত সরকার টিকটকের উপর ইন্টারিম অর্ডার আরোপ করেছে । তারই সাথে তাদেরকে কিছু ক্লারিফিকেশন সাবমিট করতে বলা হয়েছে ।

তারা এও জানিয়েছে যে সরকার যে সমস্ত বিষয় গুলো জানতে চেয়েছে । বা যা কিছু তাদেরকে করতে বলছে সে বিষয়ে তার বিস্তারিত আলোচনা করবে শীঘ্রই সরকারের সাথে । 

ভারতের টিকটক হেড নিখিল গান্ধী এটাও বলেছেন যে তারা তাদের ইউজারদের প্রাইভেসি এবং ইন্টেগ্রিটি সবসময় গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করেন । 

আরও জানুন : গুগল মিট আনতে চলেছে নতুন ফিচার, টক্কর হবে জুম, স্কাইপ, মাইক্রোসফট টিমসের মতো অ্যাপের সঙ্গে !

দেখেনিন তাদের করা সেই পোস্ট টি !

তাহলে কি অদূর ভবিষ্যতে ফিরে আসতে পারে টিকটক ? সময়ই দেবে তার উত্তর !