জিও,এয়ারটেল, বিএসএনএল নিয়ে এল জুলাই মাসে নতুন প্ল্যান, ওয়াও !

রিলায়েন্স জিও, এয়ারটেল এবং বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য জুলাই মাসে আনলো নতুন প্রিপেড প্ল্যান।

ইতিমধ্যেই বিশ্বব্যাপী ইন্টারনেটের চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে কারণ এখনো বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছেন। তাছাড়া শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে।

তাই বেশি ইন্টারনেটসহ বেশ কিছু প্ল্যান নিয়ে এলো ভারতের টেলিকম সংস্থাগুলি।

জিও,এয়ারটেল, বিএসএনএল এর নতুন প্ল্যান গুলি কি কি ?

এয়ারটেল :

মাত্র 99 টাকা মূল্যের একটি প্ল্যান পাচ্ছেন এয়ারটেল গ্রাহকরা। এতে পেয়ে যাবেন 1 জিবি ডেটা,100 এসএমএস ও আনলিমিটেড কলিং 18 দিনের বৈধতাসহ।

জি 5, এয়ারটেল এক্সট্রিম ও উইনক মিউজিক এ ফ্রি সাবস্ক্রিপশন ও পাবেন।

দ্বিতীয় প্ল্যানটি হলো 129 টাকার। এই প্ল্যানটি অনেকটাই 99 টাকার প্ল্যানের মতোই, কেবল এতে পাবেন 300 টি এসএমএস আর বৈধতা 24 দিন।

তৃতীয় প্ল্যানটি 199 টাকার। 24 দিনের বৈধতা এই প্ল্যানের। ডেলি 100 এসএমএস,1 জিবি ডেটা পাচ্ছেন এই প্ল্যানে।

এছাড়া জি 5, এয়ারটেল এক্সট্রিম ও উইনক মিউজিক এ ফ্রি সাবস্ক্রিপশন ও পাবেন।

জিও :

জিও নিয়ে এসেছে প্ল্যান 2599 টাকার । এতে পাবেন ডেলি 100 এসএমএস, 2 জিবি ডেটা আর অন-নেটে আনলিমিটেড কলিং।

365 দিনের বৈধতার এই প্ল্যানে আপনি জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য 12,000 মিনিট পাবেন আর ডিজনি+হটস্টার ফ্রি VIP সাবস্ক্রিপশন পাবেন 1 বছরের জন্য।

আরও জানুন : এক্ষুনি ডিলিট করুন এই অ্যাপ্লিকেশনগুলি, না হলে বিপদ, বললো এভাস্ট !

আর 2399 টাকা এর প্ল্যানে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন ছাড়া সব কিছুই পাবেন প্ল্যান 2599 এর মত।

বিএসএনএল :

অন্য সকল কোম্পানির থেকে সম্পূর্ণ আলাদা একটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল।

মাত্র 365 টাকার এই প্ল্যানের বৈধতা 365 দিন। দৈনিক 250 মিনিট ফ্রি কল, তারপরে স্ট্যান্ডার্ড রেটসহ কল করতে পারবেন।

প্রথম 60 দিন পাবেন ডেলি 2জিবি ডেটা আর 100 এসএমএস।

এছাড়া রয়েছে 2399 টাকার প্ল্যান যার বৈধতা 600 দিন। তবে আশ্চর্য হবেন এটা শুনে যে কোনো ডেটা এই প্ল্যানে পাবেননা। কেবল পাবেন আনলিমিটেড কল।