এক্ষুনি ডিলিট করুন এই অ্যাপ্লিকেশনগুলি, না হলে বিপদ, বললো এভাস্ট

স্মার্টফোন এখন সবার হাতে হাতে । আর এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমাদের বিভিন্ন ধরনের কাজ মিটিয়ে নেওয়ার জন্য। আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে লুকিয়ে রয়েছে নানান ধরনের বিপদ। এবার বিশ্ব বিখ্যাত সাইবার সিকিউরিটি সংস্থা এভাস্ট এমন কিছু অ্যাপ্লিকেশন খুঁজে বার করল যে গুলো গুলো গুগল প্লে স্টোর এর মধ্যেই রয়েছে ।

আর এই গুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে হিডেন এডস এর ক্ষমতা । এগুলো কে দেখে আদতে সঠিক অ্যাপ্লিকেশন বলে মনে হলেও এগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার ফোনের ক্ষতি করার মত ট্রোজান । 

এই অ্যাপ্লিকেশন গুলো দেখে মনে হতে পারে যেগুলো প্রচন্ডরকমের প্রয়োজনীয়তা। কিন্তু অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর থেকেই আপনার ফোনে বিভিন্ন ধরনের অনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকে তারা । এবং স্বভাবতই আপনার স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্স কে একদম খারাপ পরিণত করে দেবে। 

ইতিমধ্যেই এপ্লিকেশনগুলোকে গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে গুগল এর তরফ থেকে । তবে আপনার ফোনে যদি ইনস্টল করা থাকে, তাহলে এক্ষুনি সচেতন হয়ে যান । সাবধান হয়ে যান । আর সঙ্গে সঙ্গে আনইন্সটল করে দিন এই সমস্ত এপ্লিকেশনগুলোকে আপনার স্মার্টফোন থেকে । 

এই অ্যাপ্লিকেশন গুলো কি কি ?

আর সব থেকে অবাক করার মতো বিষয় হলো এ অ্যাপ্লিকেশন গুলো প্রত্যেকটা অত্যাধিক রকম ভাবে ডাউনলোড করা হয়েছে গুগল প্লে স্টোর থেকে। তাই আপনার অজান্তেই হয়তো আপনি এসব অ্যাপ্লিকেশনগুলো ইন্সটল করে ফেলেছেন আপনার স্মার্টফোনে । তাই আর দেরি নয় এক্ষুনি আনইন্সটল করে দিন এই এপ্লিকেশনগুলোকে।

আরও জানুন : জিওর এই প্ল্যানের সাথে আপনি পেয়ে যাবেন এক বছরের জন্য ডিজনি+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে !

Draw Color by Number, Joy Woodworker, Skate Board, Find Five Differences, Find Hidden Differences, Dancing Run-Color Ball Run, Shoot Master, Spot Hidden Differences,Throw Master, Dise Go, Throw into Space, Fly Skater 2020, Divide it-Cut & Slice Games, Stealing Run, Tony Shoot, Assassin Legend এগুলি!