অ্যাসিড অ্যাটাক প্রমোট করার মতো গুরুতর অভিযোগ উঠল টিকটক স্টার ফাইজাল এর বিরুদ্ধে, আবার বিতর্কের কেন্দ্র বিন্দুতে টিকটক

বিতর্ক কোনমতেই পিছু ছাড়ছে না টিকটকের। এর আগে আমরা দেখেছিলাম টিকটক স্টার আমির সিদ্দিকীর বক্তব্য নিয়ে বিতরকের ঝড় উঠেছিল । এবং এই নিয়ে ইউটিউব এবং টিকটক এর মধ্যে তর্কবিতর্ক এখন হট ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে ।

টিকটক আর ইউটিউবাররা একে অপরকে ট্রল করতে এই মুহুর্তে ব্যস্ত।

তারই মাঝে আবার এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো ফাইজাল সিদ্দিকীর এক ভিডিও নিয়ে । এমনকি তার নামে এফআইআর করা হল।

কি ছিল সেই ভিডিওতে ?

ফাইজাল সিদ্দিকীর এক ভিডিওতে অ্যাসিড অ্যাটাক কে প্রমোট করছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে। 

ফাইজাল সিদ্দিকীর এক ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অ্যাসিড অ্যাটাকের মত ভান করছেন । এবং তার পরই এক মেক আপ আর্টিস্ট কে দেখা যাচ্ছে অ্যাসিড অ্যাটাকের মত মেকআপ করে থাকতে। 

আরও জানুন : হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে এল নতুন ফিচার, এবার অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড হবে আরও সহজে !

আর সেটা বেরিয়ে পড়তেই বইতে থাকে বিতর্কের ঝড় । বলা হয় তিনি অ্যাসিড অ্যাটাককে প্রমোট করছেন । এবং ন্যাশনাল কমিশন অফ ওম্যান পর্যন্ত টিকটক কে চিঠি দিয়েছেন এই ভিডিওটা রিমুভ করার আবেদন করে । এমনকি তার অ্যাকাউন্ট ব্যান করে দিতে বলা হয়েছে।

এর আগেও আমরা দেখেছিলাম টিকটক নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছিল সকলকে । এবার এই যাবতীয় সমস্যা টিকটক কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার।