হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে এল নতুন ফিচার, এবার অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড হবে আরও সহজে !

হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে এল নতুন আপডেট 2.20.67 (Android) আর 2.20.51 (iOS)। হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজারদের অ্যাকাউন্ট সেটআপ এবং ডিটেলস অ্যাড আরো সহজ করার লক্ষ্যেই এই আপডেট।

ছোট ব্যবসায়ী এবং তাদের গ্রাহকদের মধ্যে যোগাযোগের ব্যবধানটি দূর করতেই প্রথম আনা হয় ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বিজনেস।

গুগল প্লে স্টোর এবং আইওএস উভয় প্লাটফর্মে এই অ্যাপটি উপলব্ধ।

নতুন ফিচারটির মাধ্যমে কি কি সুবিধা হবে ব্যবসায়ীর ?

এবার থেকে এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি সরাসরি লিঙ্ক করতে পারেন আপনার ফেসবুক পেজটি

আপনি যদি ফেসবুক পেজটি লিংক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে সরাসরি ফেসবুক পেজের ডিটেলস গুলি চলে আসবে।

সেটিংস থেকে লিংক একাউন্ট এ গিয়ে আপনি ফেসবুক পেজে ডিটেইলস সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাড করতে পারবেন।

এবারে এই নতুন ফিচারটি অবশ্যই খুবই ভালো, সুবিধা হবে অনেকের, সময় বাঁচবে অনেক।

আরও জানুন : এয়ারটেল নিয়ে এল দৈনিক 2GB ডেটাসহ বার্ষিক প্ল্যান, টক্কর এবার জিওর সাথে !

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে লেটেস্ট আপডেটে এই ফিচারটি অ্যাড করা হয়েছে ।

আপনি আপডেট করার পর এই ফিচারটি ইউজ করতে পারবেন।

আপনি যেই মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্টের সাথে ফেসবুক পেজটি লিংক করবেন, সকল কাস্টমার আপনার একাউন্টের ডিটেইলস গুলি দেখতে পাবেন।