এর আগে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা রিলায়েন্স জিওতে লগ্নি করেছিল বিপুল পরিমাণ অর্থ। সৌদি আরবের সভেরেন ফান্ডও জিওতে লগ্নির কথা ভাবছে।
এবার ইউএস বেসড কোম্পানি জেনারেল অতলান্তিক পাম্প লগ্নি করলো জিও প্লাটফর্মে, তারা কিনলো 1.34% শেয়ার।
মার্কিন-ভিত্তিক সংস্থা জেনারেল আটলান্টিক জিও প্ল্যাটফর্মে 6,598.38 কোটি($ 870 মিলিয়ন) বিনিয়োগ করেছে।
জেনারেল আটলান্টিকের প্রধান নির্বাহী বিল ফোর্ড বলেছেন, তাঁরা রিলায়েন্সের ডিজিটাল ক্যানেক্টিভিকে আরও উন্নত করবেন এবং ভারতীয় অর্থনীতিতেও এর সুফল পাওয়া যাবে।
ভারতে ডিজিটাল বিপ্লবের অগ্রভাগে জিও যেভাবে কাজ করছে, জেনারেল আটলান্টিকের একটি দীর্ঘ ট্র্যাক রেকর্ড রয়েছে যা জিও প্লাটফর্মকে এক উচ্চ স্থানে উন্নীত করবে।
এয়ারবিএনবি, আলিবাবা, অ্যান্ট ফিনান্সিয়াল, বক্স, বাইটড্যান্স, ডুওলিঙ্গো, ফেসবুক, স্ল্যাক, স্ন্যাপচ্যাট এবং উবেরে এর আগে এই সংস্থা বিনিয়োগ করেছে।
তা ছাড়া,ভারতে, ফার্মটি শিক্ষামূলক স্টার্টআপস বাইজু এবং আনএকাডেমি এবং রিয়েল এস্টেট স্টার্টআপ নোব্রোকারে বিনিয়োগ করেছে।
জিও প্ল্যাটফর্ম ইতিমধ্যে 388 মিলিয়ন সাবস্ক্রাইবার সংগ্রহ করেছে। জিও ফাইবারও ভালো পরিচিত হয়েছে গ্রাহকদের কাছে।
আরও জানুন : এয়ারটেল নিয়ে এল দৈনিক 2GB ডেটাসহ বার্ষিক প্ল্যান, টক্কর এবার জিওর সাথে !
হোয়াটসঅ্যাপে ই কমার্স সাইট JioMart কে জিও ইনক্লুড করার চেষ্টা করছে যার ফলে স্থানীয় অঞ্চলের গ্রাহকদের গ্রসারি দোকানগুলিতে সংযোগ স্থাপন আরো সহজ হবে।
তাই আশা করা হচ্ছে এই বিনিয়োগের ফলে এই সকল ক্ষেত্রে সার্বিক উন্নতি হবে।
জিও আবার বুঝিয়ে দিলো বিশ্বের শ্রেষ্ঠ ইনভেস্টরদের আর্কষণ এখন তার দিকে।
এই ইনভেস্টমেন্ট জিওকে বিশ্ব বাজারে অন্যতম সফল সংস্থা হিসেবে পরিচিতি পেতে সাহায্য করবে।