19 মে লঞ্চ হতে চলেছে Motorola -র এই ফোনটি, দেখে নিন বিস্তারিত !

19 শে মে দুপুর 12 টার সময় লঞ্চ হবে মটোরোলা এজ+। ওয়ালমার্ট এর মালিকানাধীন ফ্লিপকার্টে দেখা গেল এই ফ্ল্যাগশিপ ফোনের প্রথম তথ্য।

কি কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনে ?

লেনোভো মালিকানাধীন মটোরোলার পক্ষ থেকে বহুদিন পরে এরকম একটি ফ্ল্যাগশিপ ফোন চোখে পড়লো।

স্ক্রিন: 90Hz রিফ্রেস রেট ও HDR10+ ক্লাসিফিকেশনসহ 6.7-ইঞ্চি কার্ভড ফুল-এইচডি+ ওলেড হোল-পাঞ্চ ডিসপ্লে।

ব্যাক ক্যামেরা: থাকছে ট্রিপল ক্যামেরা সেট-আপ।3x optical zoom সহ প্রাইমারি 108-মেগাপিক্সেল ক্যামেরা + 16-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স+ 8-মেগাপিক্সেল telephoto ক্যামেরা।

স্পেশাল হলো ব্যাকে 3D Time of Flight (ToF) সেন্সর।

আরও জানুন : লিক হল আইফোন 12 সিরিজের স্পেসিফিকেশনস, থাকছে চমকের পর চমক !

ফ্রন্ট ক্যামেরা: 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

প্রসেসর: Qualcomm Snapdragon 865  প্রসেসর।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 12GB LPDDR5 RAM আর 256GB UFS 3.0 স্টোরেজ (ননএক্সপ্যান্ডডেবল)।

দাম: Rs. 75,300।

অপারেটিং সিস্টেম: ক্লোস টু স্টক অ্যান্ড্রয়েড UI বেসড Android 10।

ব্যাটারি ক্যাপাসিটি: 18W ফার্স্ট চারজিং সাপোর্টসহ 5000mAh ব্যাটারি।

15W ওয়্যারলেস চারজিং, 5W রিভার্স ওয়্যারলেস চারজিং সাপোর্ট করে। সাপোর্ট করে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।