ভারতীয় এয়ারটেল তাদের 98 টাকার অ্যাড অন প্যাকটিতে এনে দিল আরো সুবিধা।
এতদিন 6GB হাইস্পিড ইন্টারনেটের সুযোগ ছিল গ্রাহকদের। লকডাউনের বাজারে এটিকে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল Airtel।
এখন থেকে 98 টাকার অ্যাড অন প্যাকটিতে Airtel গ্রাহকরা 12GB হাইস্পিড ইন্টারনেট পাবেন 28 দিনের জন্য।
যদিও কোম্পানি থেকে তাদের 48 টাকা 3GB অ্যাড অন প্যাকটি সম্বন্ধে কিছুই জানানো হয়নি, যেটা 28 দিনের জন্য বৈধ।
অন্যান্য নেটওয়ার্কের থেকে আরো বেশি সুযোগ আনবে এই অ্যাড অন প্যাকটি। এমনই মত ভারতীয় Airtel-এর।
Reliance JIO এবং Vodafone একই অ্যাড অন প্যাক এর সুবিধা দিয়েছিল আগেই।
Riliance JIO তাদের 101 টাকার অ্যাড অন প্যাক এ 12GB হাইস্পিড ডেটা+1000 মিনিট non-jio call দিয়েছিল। বৈধতা existing plan এর সময়সীমা পর্যন্ত।
এরপর মে মাসের দ্বিতীয় সপ্তাহে 201 টাকার, 151টাকার দুটি নতুন অ্যাড অন প্যাক এর প্রকাশ করে JIO। work from home ব্যবহারকারীদের জন্য । এবং 251 টাকার add on pack এর কথাও আলোচনা করে।
Vodafone তাদের 98 টাকায় 28দিনের জন্য 6GB হাইস্পিড ডেটা যুক্ত অ্যাড অন প্যাক-টির সুবিধার দিকটি তুলে ধরেন গ্রাহকদের কাছে।
Airtel Postpaid গ্রাহকদের জন্যও নিয়ে এলো সুযোগ
লকডাউনে Work from home করতে বাধ্য হচ্ছে অনেকেই। তাই postpaid গ্রাহকদের জন্যও 100টাকার add on pack এর চালু করলো Airtel। যাতে 15GB হাইস্পিড ইন্টারনেট পাওয়া যাবে।
আরও জানুন : 19 মে লঞ্চ হতে চলেছে Motorola -র এই ফোনটি, দেখে নিন বিস্তারিত !
Airtel প্যাকটির tag line দেয় Work from Home with Ease ।প্যাকটি যদিও জানুয়ারিতে প্রকাশ করা হয়েছিল তবুও এপ্রিল থেকে এর Promo শুরু করে কোম্পানি।
এছাড়া Postpaid ব্যবহারকারীদের 200 টাকার আর একটি data add on pack-এর বিষয়েও বলে Airtel, যা থেকে 35GB হাইস্পিড ইন্টারনেট সুবিধা লাভ করা যাবে।