সেল শুরু হয়েছে Oppo Enco W31 ইয়ার ফোনের, পাবেন 15 ঘন্টা ব্যাটারি লাইফ !

ওপো ভারতে লঞ্চ করল Oppo Enco W31 এবং Oppo Enco M31 ওয়্যারলেস ব্লুটুথ ইয়ার ফোন।

15ই মে ইন্ডিয়াতে ই-কমার্স জায়েন্ট আমাজনে সেল শুরু হলো Oppo Enco W31 ইয়ার ফোন।

23 শে মে শুরু হবে এনকো এম 31 ইয়ার ফোন সেল।

কি কি স্পেসিফিকেশন থাকছে এই দুই ইয়ার ফোনে ?

Oppo Enco W31

এটি ইন-ইয়ার ডিজাইনের ওয়্যারলেস ব্লুটুথ ইয়ার ফোন।

এতে আছে 7mm স্পোর্ট ড্রাইভারস। প্রোডাক্টটিকে IP54 রেট করা হয়েছে কারন এটি ডাস্ট ও ওয়াটার রেসিস্টান্ট।

এই ইয়ার ফোন তে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট আছে। দুই কানের ক্ষেত্রেই 94 এমএস এর খুব লো ল্যাটেন্সি রয়েছে।

এনকো ডাব্লু 31-এ এআই নয়েস রিডাকশন ক্ষমতাসহ অ্যান্টি-উইন্ড ভয়েজ চেম্বার এবং ডুয়াল মাইক্রোফোন রয়েছে।

চারিপাশে কোলাহল হওয়া সত্ত্বেও আপনি অনায়াসে কল করতে পারেন কারণ এটি নয়েস ক্যান্সেল আউট করে দেবে।

USB Type-C চারজিং সাপোর্ট করবে এতে। সংস্থা দাবি করেছে যে ইয়ার ফোন টি কেস সহ 15 ঘন্টা ব্যাটারি লাইফ এবং নিজস্ব 3.5 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে।

কালো, সাদা এবং গোলাপী 3টি কালার ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাচ্ছে।

মার্চ মাসে 4,499 টাকা প্রাইস ট্যাগ দেখা গেলেও বর্তমানে 3,999 টাকায় আমাজনে সেল শুরু হয়েছে।

Oppo Enco M31

এই ইয়ার ফোনটির নেকব্যান্ড-স্টাইল মডেল।

এতে হাই কোয়ালিটি অডিও এক্সপেরিয়েন্সের জন্য LDAC ব্যবহার করা হয়েছে।

এই ইয়ার ফোন গুলিতে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট আছে।

এতে আছে 9.2mm ডায়নামিক ড্রাইভারস ও ইন্ডিপেন্ডেন্ট বেস চেম্বার।

আরও জানুন : 19 মে লঞ্চ হতে চলেছে Motorola -র এই ফোনটি, দেখে নিন বিস্তারিত !

চারিপাশে কোলাহল হওয়া সত্ত্বেও আপনি অনায়াসে কল করতে পারেন কারণ এটি এই নয়েস ক্যান্সেল করে দেবে।

নেকব্যান্ডটি লিকুইড সিলিকন রাবারে আবৃত সেপ-মেমোরি মেটাল দ্বারা তৈরি।

এর দাম হবে 1,999 টাকা ।