লিক হল আইফোন 12 সিরিজের স্পেসিফিকেশনস, থাকছে চমকের পর চমক !

ছবি : প্রতীকী

আইফোন 12 সিরিজের লঞ্চ এখন বেশ কিছুদিন দেরি আছে তবে এখন থেকেই বিভিন্ন টেক সংস্থা এই সিরিজ নিয়ে বেশ কিছু দাবি করে চলেছেন।

আইফোন ওয়ার্ল্ড ওয়াইড এতটাই পপুলার যে সবার মুখে এখন একটাই আলোচনা । যে iPhone 12 সিরিজে নতুন ফিচারস ?

আইফোন 12 সিরিজের কি কি স্পেসিফিকেশনস জানতে পারছি আমরা ?

জন প্রসার নামে এক টিপস্টার তাঁর এক ইউটিউব ভিডিওতে বলেছেন, যে অ্যাপেল আইফোন 12 সিরিজের অন্তর্গত তিনটি ফোন লঞ্চ হবে।

iPhone 12, iPhone 12 Pro আর iPhone 12 Pro Max।

তিনি দাবি করেছেন যে, iPhone 12 Max তে থাকবে ডুয়াল ক্যামেরা সেট-আপ।

সাথে থাকবে 6.2 ইঞ্চি সুপার রেটিনা OLED ডিসপ্লে।

তিনি আরো দাবি করেন, iPhone 12 এ থাকবে 5.4 ইঞ্চির সুপার রেটিনা OLED ডিসপ্লে, 4GB RAM আর 256 GB ইন্টারনাল স্টোরেজ।

এই ফোনটিতে থাকবে A14 Bionic চিপসেট আর ডুয়াল ক্যামেরা সেট-আপ।

আরও জানুন : দাম বাড়লো শাওমির বেশ কিছু স্মার্টফোনের, শাওমি ফ্যান দের জন্য দুঃখের খবর !

রিপোর্টে আরো বলা হয়েছে, আইফোন 12 সিরিজের ফোনগুলোর ক্যানেক্টিভি হবে 5G।

iPhone 12 Pro ও iPhone 12 Pro Max এ পাবেন 120Hz রিফ্রেস রেটসহ 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED 10-bit PorMotion ডিসপ্লে। ট্রিপল ক্যামেরা সেট-আপ।

Pro সিরিজে ব্যাকে পাবেন LIDAR সেন্সর।

128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হবে 649 US ডলার আর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হবে 749 US ডলার।

অর্থাৎ মনে করা হচ্ছে সাংঘাতিক সব ফিচার থাকবে এই নতুন আইফোনে !