সারা ভারত জুড়ে সস্তায় হাই স্পিড ইন্টারনেট নিয়ে আসতে চলেছে বিএসএনএল, অভিনব উদ্যোগ তাদের !

ডিজিটাল ইন্ডিয়া গড়ার উদ্যোগ নিয়ে আর এক নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছে বিএসএনএল। এবার তারা ভারতের নানান জায়গায় ছড়িয়ে দিতে চাইছে হাইস্পিড ইন্টারনেট কানেকটিভিটি ।

বিভিন্ন জায়গার মধ্যে তারা টার্গেট করছে ইউনিভার্সিটি ক্যাম্পাস, লাইব্রেরী থেকে শুরু করে হসপিটাল, কলেজ, নানান ধরনের বিদ্যালয় থেকে শুরু করে পোস্ট অফিস । এমনকি বিভিন্ন পাবলিক প্লেস কেও এর আওতায় আনা হবে। এই জায়গা গুলোর মধ্যে বাদ নেই পার্ক,  হেল্থ সেন্টার অথবা টুরিস্ট স্পট গুলিও।

এই সমস্ত জায়গা গুলোকেই  বিএসএনএল নিয়ে আসতে চাইছে এই ইন্টারনেট এর আওতায় ।

কি উদ্যোগ নিতে চলেছে বিএসএনএল  ? 

বিএসএনএল তাদের নতুন এই প্লানে এই সমস্ত জায়গা গুলিকে ট্রান্সফার করতে চলেছে ওয়াইফাই হটস্পট জোনে। 

আপনার যদি স্মার্ট ফোন থাকে তাহলে এই ওয়াইফাই হটস্পট জোনে গিয়ে আপনি সস্তায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আপনি খুব সহজেই আপনার দশ ডিজিটের মোবাইল নাম্বার টাইপ করে আপনার ফোনে একটি ওটিপি পেয়ে যাবেন। 

যেটা সেখানে টাইপ করতে হবে । তাহলেই আপনি এই ওয়াইফাই এর সুবিধা ব্যবহার করতে পারবেন।

নির্দিষ্ট অ্যামাউন্ট এর ডেটা আপনি পাবেন বিনামূল্যে । এবং তারপরেই আপনাকে কুপন কিনতে হবে আরও ডেটা ব্যবহার করার জন্য।

এই সুবিধা ব্যবহার করতে গেলে আপনাকে কিনতে হবে কুপন। আর এই কুপন এর দাম বিভিন্ন রকমের হতে পারে।

25 টাকা, 45 টাকা, এমনকি 150 টাকা পর্যন্ত থাকবে রুরাল এলাকার কুপন গুলির দাম । 

25 টাকার প্ল্যানে আপনি পাবেন 2 জিবি ডেটা। যার ভ্যালিডিটি থাকবে 7 দিন

150 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন 28 জিবি ডেটা। যার ভ্যালিডিটি থাকবে 28 দিন। এই প্ল্যান দুটি রুরাল এলাকা গুলি কে টার্গেট করেই তৈরি করা ।

রুরাল এলাকা ছাড়া অন্যান্য জায়গা গুলির জন্য আরও 17 টি প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল । 

আরও জানুন : লিক হল আইফোন 12 সিরিজের স্পেসিফিকেশনস, থাকছে চমকের পর চমক !

যেগুলির মধ্যে সবথেকে কম থাকছে 10 টাকার প্ল্যান। আর সবথেকে বেশি থাকছে 1,999 টাকার প্ল্যান।

আর অবশ্যই বিভিন্ন ধরনের প্ল্যান আপনাকে বিভিন্ন ধরনের সুবিধা দেবে। 199 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন 160 জিবি ডেটা। যার ভ্যালিডিটি হবে 28 দিন। 

নিঃসন্দেহে বিএসএনএলের উদ্যোগ আরও অনেক ভারতীয়কে ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে সাহায্য করবে !

আর এই প্রকল্প শুরু করা হচ্ছে বারানসি থেকে। ধীরে ধীরে ভারতের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া হবে এই প্রকল্প !