রাইড-হেলিং জায়েন্ট উবের ভারতে একটি নতুন প্যাকেজ ডেলিভারি পরিষেবা চালু করেছে যার নাম উবের কানেক্ট।
এই অ্যাপ্লিকেশনকে জিনিসগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে।
গুরগাঁও, গুয়াহাটি, জয়পুর, এবং কলকাতা শহরে আপাতত এই পরিষেবা উপভোগ করতে পারবেন।
আপনি আপনার বন্ধুর বাড়িতে ফুল বা বই পাঠাতে চান, আপনি এটি উবের কানেক্টের মাধ্যমে করতে পারেন।
এই পরিষেবাটি সুইগি জিনি এবং ডানজোর মতো প্রায়।
উবের বলে দিয়েছে 5 কিলোর বেশি জিনিস তারা ডেলিভারি করবে না।
মূলত এই ডেলিভারি করা হবে টু হুইলার অর্থাৎ মোটরসাইকেলের মাধ্যমে তাই তারা খুব বড় জিনিস আপাতত ডেলিভারি করবে না।
তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মদ,গাঁজা বা ড্রাগের মত বেআইনি জিনিস তারা কখনোই ডেলিভারি করবে না।
সোশ্যাল ডিস্ট্যান্স মানানোর জন্য কেবলমাত্র এই ডেলিভারি।
কিভাবে কাজ হবে এই উবের কানেক্ট এ ?
আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে বা এটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে পরিষেবাটি পাবেন।
এই পরিষেবার মাধ্যমে উবেরের লোকেরা মাস্ক পরে আপনার ওই সামগ্রীটি যে স্থানে আপনি পাঠাতে চান সেখানে তারা ডেলিভারি করে দেবে।
আরও জানুন : দাম বাড়লো শাওমির বেশ কিছু স্মার্টফোনের, শাওমি ফ্যান দের জন্য দুঃখের খবর !
আপনি যে বস্তুটি পাঠাবেন সেই বস্তুটি কতদূর গেলো, তার স্ট্যাটাসটি, পৌঁছালো কিনা সবকিছুই অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন।
এই লকডাউনের দিনে উবের এর এই উদ্যোগকে কুর্নিশ জানানো উচিত।