দাম বাড়লো শাওমির বেশ কিছু স্মার্টফোনের, শাওমি ফ্যান দের জন্য দুঃখের খবর !

দ্বিতীয়বারের জন্য ভারতের বাজারে তাদের বেশ কিছু স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে শাওমি। এর আগে দাম বেড়েছিল এপ্রিলে।

এক ঝলকে দেখে নেওয়া যাক শাওমি কোন্ কোন্ স্মার্টফোনগুলোর দাম বাড়ালো !

Redmi Note 8

দাম বৃদ্ধি পেল 500 টাকা। Redmi Note 8, 4GB+64GB, দাম ছিল 10,999 টাকা। নতুন দাম 11,499 টাকা। ডিভাইসটি লঞ্চের পর থেকে  1,500 টাকা বেড়েছে।

  Redmi Note 8, 6GB RAM, আগের দামেই আছে 13,999 টাকায়।

Redmi 8A Dual

 Redmi 8A Dual এই ডিভাইস টিতে দাম বেড়েছে 300 টাকা। এই দাম কার্যকর হয়ে গেছে ! বিস্তারিত জানা যাবে mi.com -এ।

Redmi 8A Dual, 2GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ ,দাম ছিল 6,999 টাকা। দাম বেড়েছে 300টাকা। নতুন দাম 7,299 টাকা।

আরও জানুন : আপনার ঘরে এসে EMI প্রদান করবে স্যামসাং, দারুণ সুবিধা দিতে তারা নিয়ে এল ফিনান্স +

Redmi 8A Dual 3GB RAM আর 32GB ইন্টারনাল স্টোরেজ, দাম 7,299 টাকা আছে। ডিভাইসটির দাম যা ছিল তাই আছে।

Redmi 8

Redmi 8 এই ডিভাইস টিতেও দাম বেড়েছে 300 টাকা।

Redmi 8, 4GB+64GB, তাদের দাম 300 টাকা বাড়িয়ে হয়েছে 9,299 টাকা।

GST এর জন্য দাম বৃদ্ধির পর আবার এই দাম বৃদ্ধি এখন কাস্টমাররা কেমন ভাবে নেয় সেটাই দেখার !