Realme Narzo 10 সম্বন্ধে জানা গেল আরো অনেক তথ্য, জেনে নিন বিস্তারিত !

11 ই মে 12:30pmতে রিলিজ হবে Realme Narzo 10। এই সম্বন্ধে আগেই জানানো হয়েছিল।

লকডাউনের কারনে এই ফোনটির লঞ্চ অনেক পিছিয়ে যায়।এই ফোনটির জন্য দীর্ঘদিন প্রতীক্ষা করে আছেন অনেক রিয়ালমি লাভারস।

কোম্পানি সব স্পেসিফিকেশন নিয়ে কোনো সিট প্রকাশ করেনি তবে জানা গেছে বেশ কিছু তথ্য।

কি কি ফিচারস থাকছে ?

ব্যাকে 48MP প্রাইমারি সেন্সরসহ থাকছে কোয়াড-ক্যামেরা সেট-আপ। আর 3টে সেন্সর 8MP আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 2MP এর মনোক্রোম সেন্সর, 2MP এর ডেপথ সেন্সর।

ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), রোলিঙ শাটার কম্পেন্সেশন (RSC) এন্ড এআই-এসিস্টেড ফেস আনলক শাটারের মতো অত্যাধুনিক ফিচার পাবেন এই ফোনে।

ফ্রন্টে পাবেন 12 MP সেলফি ক্যামেরা।

6.5 ইঞ্চির sport HD+ (720×1,600 pixels) ওয়াটারড্রপ ডিসপ্লে। রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অ্যান্ড্রয়েড 10 বেসড Realme UI। 18W ফাস্ট চারজিং সহ 5,000 mAh ব্যাটারি।

আরও জানুন : ভারতে অ্যাপেল আইফোন SE 2020 এর সেল শুরু হবে খুব তাড়াতাড়িই ! জেনে নিন বিস্তারিত !

প্রসেসর Helio G80 SoC(2.0GHz ক্লক স্পিডের দুটি Cortex A75 ও 1.8GHz ক্লক স্পিডের 6টি Cortex A55 )।

থাকছে Mali-G52 2EEMC2 GPU যা হাইপারইঞ্জিন গেম টেকনোলজি এর সাহায্যে স্মুথার গেমিং পারফরম্যান্স দেবে।

3GB ও 4GB এই দুই RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনো। এটিকে রিব্রান্ডেড Realme 6i বলছেন অনেক বিশেষজ্ঞ।