পাসওয়ার্ড সিলেকশন নিয়ে আমাদের বরাবরই সমস্যায় পড়তে হয় । যেখানে বেশির ভাগ সবাই পরিবারের যে কোন মেম্বারের নাম দিয়ে, অথবা নিজের নাম দিয়ে, অথবা ভালোবাসার মানুষটির নাম দিয়ে পাসওয়ার্ড সিলেকশন করেন।
যার জন্য বিপদ বাড়ে খুবই।
সম্প্রতি ইলন মাস্ক জন্ম দিয়েছেন তার সন্তানের । তার সন্তানের নাম ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে চারিদিকে ।
তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন X Æ A-12 Musk। যেটা সবাইকে হতবাক করে দিয়েছে ।
কিন্তু তার পুত্র সন্তানের এই নামটিকেই খুব সুন্দর ভাবে ব্যবহার করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আমাদের সচেতন করেছে।
আমরা আমাদের পাসওয়ার্ড স্ট্রং রাখতে ও সন্তানের নাম ইউনিক রাখতে পছন্দ করি বলা রয়েছে সেই টুইতে !
এমনই বলা রয়েছে সেই টুইটে। যার সাথে উল্লেখ করা আছে ইলন মাস্কের সন্তানের নাম।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এই টুইটে হালকা মজার ছলেই আমাদের সচেতন করে দেওয়া হয়েছে পাসওয়ার্ড সিলেকশনের ব্যাপারে।